২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত

- সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত আগামী জুনে নির্ধারিত অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ স্থগিত করা হয়েছে। আগামী ১১-২৩ জুন চট্টগ্রাম ও ঢাকাতে অস্ট্রেলিয়া দলের দুই টেস্টের সিরিজের সূচি নির্ধারিত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা দেয়। বিশ্বব্যাপি এই ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপাকভাবে। তাই পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া ( সিএ) যৌভাবে সিদ্ধান্ত নিয়ে টেস্ট সিরিজটি স্থগিত করে।

আজ এক বিবৃতিতে বিসিবি জানায়, দু’টি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়া ভবিষ্যতে সিরিজটির আয়োজনের জন্য বিসিবি ও সিএ একসাথে কাজ করবে।

বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন বলেন, ‘অবশ্যই এটি খেলোয়াড় ও সমর্থকদের জন্য হতাশাজনক। বিশ্বব্যাপী কোভিড-১৯এর প্রভাব বিস্তারের কারণে শারীরিকভাবে নিরাপদে থাকার জন্য বিসিবি ও সিএ গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নিয়েছে। আমরা আশা করি, খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে এবং পরিস্থিতির স্বাভাবিক হলে ভবিষ্যতে এই সিরিজ আয়োজন করতে আমরা সক্ষম হবো। সেই লক্ষ্যে, বিসিবি-সিএ একসাথে কাজ করে যাবে।’

সিএর প্রধান নির্বাহি কেভিন রবার্টস জানান, ‘সফর স্থগিত করাটা হতাশার। তবে সত্যিকারার্থেই খোলা মেলাভাবে দাায়িত্বশীল আলোচনার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। উভয় বোর্ডের কাছেই আমাদের জনগণ ও খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা সর্বাগ্রে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি পিছিয়ে দেয়ার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি, তা যেন প্রতিফলিত হয়। আমরা জানি, বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডার বেশ ব্যস্ত সূচি। আমরা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি যথাসাধ্য চেষ্টা করবো এবং উপযুক্ত সময়ে সিরিজটি নির্ধারনের জন্য আমরা বিসিবির সাথে কাজ চালিয়ে যাবো।’

সারাবিশ্বের ১৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত ৮৮হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩৩০ জন। মারা গেছে ২১ জন। মহামারীর কারনে বিশ্বজুড়ে ক্রীড়া কার্যক্রম স্থগিত রয়েছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
দেশের সুবিধা বঞ্চিত শিশুকে আমরা সম্পদ হিসেবে গড়ে তুলব : দেলাওয়ার হোসেন আ’লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে চায় বিএনপি : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা পটুয়াখালীতে আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি বনশ্রীর স্কুল অফ দ্য নেশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী পূর্ণপ্যানেল জয়ী হারানো সম্মান, চাকরি ও ক্ষতিপূরণ চান মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত : উপদেষ্টা নাহিদ ভোরের কাগজ খুলে দেয়ার দাবিতে কর্মীদের অবস্থান কর্মসূচি মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশীসহ ১৭৬ অভিবাসী আটক রাশিয়ার সাথে নৌঘাঁটি চুক্তি বাতিল করল সিরিয়ার নতুন সরকার

সকল