ব্যাটিং নৈপুণ্যে ২য় দিন শেষে ভালো অবস্থানে টাইগাররা
- ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬, আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। তিন উইকেটে ২৪০ রান করেছে স্বাগতিকরা। ফলে সফরকারীদের চেয়ে ২৫ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৭৯ রান করে ক্রিজে আছেন তিনি। ১২০ বলে ৯ চারের মারে এ রান করেন তিনি। অপরপ্রান্তে আছেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ৬৮ বলে ৬ চারের মারে ৩২ রান করেছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৮ রানের মাথায় সাইফ হাসান নুয়াচির বলে চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এর আগে ১২ বলে ২ চারের মারে ৮ রান করেন। এরপর তামিম ইকবাল ও নাজমুল ইসলাম শান্তের জুটিতে ভালো সূচনা করে বাংলাদেশ। এ জুটিতে রান আসে ৭৮। দলীয় ৯৬ রানের মাথায় অর্ধশতক থেকে মাত্র ৯ রান দূরে থেকে বিদায় নেন তামিম। ট্রিপানোর গুড লেন্সের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন চাকাভার হাতে। ৮৯ বলে ৭ চারের মারে ৪১ রান করেন তিনি।
এক প্রান্ত আগলে রেখে মুমিনুলের সাথে ৭৬ রানের জুটি গড়েন শান্ত। তিশুমার বলে ৭১ রান করে আউট হন তিনি। ১৩৯ বলে ৭ চারের মারে এ রান করেন তিনি। দলীয় রান যখন ১৭৩ তখন ক্রিজে নামেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।
দিন শেষে আর কোনো উইকেট না যাওয়ায় ৩ উইকেটে ২৪০ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। এদিন ৭১ ওভার ব্যাট করে বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসের ৬ ইউকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের মতো খেলতে নামে। দিনের শুরুতেই আগের দিনের ৯ রানে অপরাজিত থাকা ট্রিপানোকে তুলে নেন আবু জায়েদ রাহি। তারপরও সফরকারীরা বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যাট করতে থাকে। তবে তাদের সে লক্ষ্য পূরণ হতে দেয়নি স্বাতিক বোলাররা। ২৬৫ রানে সফরকারীদের অল আউট করে দেয় বাংলাদেশী বোলাররা।
আবু জায়েদ রাহি ও নাঈম হাসান ৪টি করে উইকেট নেন। তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা