এই নিয়ে কয়টি ‘গোল্ডেন ডাক’র মালিক হলেন কোহলি?
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৬, আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫
ক্যারিবিয়ান সফরের শেষটা মনের মতো করতে পারলেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন। ভারতের ইনিংসের ২১তম ওভারের প্রথম বলেই কেমার রোচের অসামান্য সুইংয়ের সামনে উইকেটরক্ষক জ্যাহমার হ্যামিল্টনের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট। টেস্ট ক্রিকেটে এটি বিরাটের চতুর্থ গোল্ডেন ডাক। সব মিলিয়ে পাঁচ দিনের ফরম্যাটে মোট ৯ বার ০ রানে আউট হলেন বিরাট।
ওয়ানডে সিরিজ যেমন রানের ঝনঝনানি ছিলো ব্যাটে, টেস্ট সিরিজে কোহলির ব্যাটিং দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসে বিরাটের সংগ্রহ ১৩৬ রান। সিরিজে কোহলির ব্যাটে দুটি অর্ধশতরান এসেছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন, আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরাটের সংগ্রহ ৭৬ রান।
টি-টোয়েন্টি সিরিজে ১টি হাফসেঞ্চুরি (তৃতীয় ম্যাচে ৫৯ রান), ওয়ানডে সিরিজে ২টি শতরান (১২০ ও অপরাজিত ১১৪ রান) টেস্ট সিরিজে- ২টি অর্ধশতক (প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১, দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা