২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লাল জার্সিতে মাঠে নামল বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলতে নামছে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে টাইগারদের গায়ে দেখা যাবে লাল জার্সি।

এবারের বিশ্বকাপে আইসিসি নিয়ম করেছে দলগুলোকে দুই ডিজাইন ও রঙের জার্সি তৈরি করতে। শুধুমাত্র স্বাগতিক ইংল্যান্ডকে এই নিময় থেকে ছাড় দেয়া হয়েছে। বাকি সবাই দুই সেট জার্সি নিয়ে বিশ্বকাপে গেছে।

সম্প্রচার সুবিধার জন্য দুই দলের জার্সির রং মিলে গেলে একটি দলকে পরতে হবে ভিন্ন জার্সি। যেটাকে বলা হয় অ্যাওয়ে জার্সি। অনেকটা ফুটবলের মত প্রতিটি দলেই থাকতে হবে অ্যাওয়ে জার্সি। কোনো খেলায় দুই দলের জার্সির রঙ মিলে গেলে, এক দলকে খেলতে হবে অ্যাওয়ে জার্সি পরে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত যেমন পরেছে কমল রঙের জার্সি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে পরতে হবে অ্যাওয়ে জার্সি, কারণ দুই দেশের জার্সির রং এক। তাই আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ এই ম্যাচে তাদের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে।

দুটি দলের জার্সির রঙ এক হলে টিভি সম্প্রচার ক্রুদের জন্য তা অসুবিধা সৃষ্টি করে তাই এবারের বিশ্বকাপে এমন নিয়ম করেছে আইসিসি।

টাইগারদের মূল জার্সির রঙ হচ্ছে সবুজের বুকের ওপর লাল এবং তার ওপর সাদা অক্ষরে দেশের নাম লেখা। জার্সির পেছনে রয়েছে সাদা অক্ষরে নাম্বার এবং ক্রিকেটারদের নাম।

আর অ্যাওয়ে জার্সি ঠিক তার উল্টো। পুরোটাই লাল। শুধু বুকের ওপর সবুজ এবং তার মধ্যে সাদা অক্ষরে দেশের নাম লেখা। পিঠের ওপর সাদা অক্ষরে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর।


আরো সংবাদ



premium cement
বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন

সকল