০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

পাকিস্তানী দশায় পেয়েছে লংকানদের

- ছবি: সংগৃহীত

কার্ডিফে শনিবার বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার হারিয়ে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা। দলটির স্কোরবোর্ডে ৬০ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন ৬ ব্যাটসম্যান। এর মধ্যে কিউই পেসার ম্যাট হেনরি একাই নিয়েছেন ৩ উইকেট। মেষ খবর পাওয়া পর্যন্ত লংকানদের সংগ্রহ ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান। ধিমুথ কনুণারত্নে ২৬ ও ১৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন থিসারা পেরেরা।

শনিবার কার্ডিফ সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে কিউই অদিনায়ক কেন উইলিয়ামসন শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায়।

ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে ওপেনার থিরিমান্নেকে হারানোর পর কুশল পেরেরাকে নিয়ে লড়াই করার আভাস দিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু নবম ওভারে আবার হেনরির জোড়া আঘাত। প্রথম বলে ২৯ রান করে পেরেরা ক্যাচ দেন গ্রান্ডহ্যামকে। আর দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস গোল্ডেক ডাক নিয়ে ফিরে গেছেন মার্টিন গাপটিলের তালুবন্দী হয়ে।

আর দলীয় ৫৩ রানে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন আরেক পেসার লকি ফার্গুসন। যার ফলে এই ম্যাচে এখন বড় সঙ্কটে হাথুরুসিংহের শীষ্যরা। এই জায়গা থেকে লড়াইয়ে ফেরা কঠিন হবে তাদের জন্য। আর বড় স্কোর গড়তে না পারলে নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচ জেতা কঠিন।


আরো সংবাদ



premium cement