২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বাংলাদেশের বিশ্বকাপ থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’

- ছবি : সংগৃহীত

আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে ইংল্যান্ডের কার্ডিফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এবার টাইগারদের কাছ থেকে দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বেশি। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের এবারে লক্ষ্যটা অনেক দূর। তাই ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে দেশেই প্রকাশিত হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল বিশ্বকাপ থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’।

শনিবার (মে ২৫) মিরপুরের হোম অব ক্রিকেটে প্রেস কনফারেন্স কক্ষে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল থিম সং প্রকাশ করেন বাংলদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় ইংল্যান্ডের কার্ডিফ থেকে স্কাইপি এর মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থিম সং সম্পর্কে জানান, গানটি অসাধারণ হয়েছে পাশাপাশি লাইফবয়কে ধন্যবাদ জানান এমন থিম সং বানানোর জন্য। এসময় তিনি সবার কাছে দোয়া চান।

থিম সং প্রকাশের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।

 


আরো সংবাদ



premium cement