২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশের টার্গেট ২৬২

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একটি দৃশ্য। - ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শাই হোপের ১০৯ রানের ওপর ভর করে ২৬১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে বড় সংগ্রহের আভাস দিলেও পরে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার। মঙ্গলবার আয়াল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়।

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাই হোপ ও সুনিল অ্যামব্রিস মিলে করেন ৮৯ রান। অ্যামব্রিস ৫০ বলে ৩৪ রান করে ইনিংসের সতেরতম ওভারে মেহেদী হাসান মিরাজের শিকার হন। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে এক রান যোগ করেই সাকিব আল হাসানের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন ড্যারেন ব্রাভো। অন্যপ্রান্তে শাই হোপ একাই উইকেট আগলিয়ে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ব্যাট করতে এসে রোস্টন চেজ করেন ৬২ বলে ৫১ রান করে মাশরাফির শিকার হন। তবে দেখে-শুনে খেলতে থাকা শাই হোপ তুলে নেন সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। মাশরাফির বলে মিথুনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৩২ বলে ১১টি চার ২ ছক্কায় ১০৯ রান করেন হোপ। শেষ দিকে অ্যাসলি নার্সের ১৯ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভার ৯ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশী বোলারদের মধ্যে মাশরাফি ৩টি এবং সাইফউদ্দিন ও মোস্তাফিজ ২টি করে উইকেট নেন। সাকিব ও মিরাজ নেন একটি করে উইকেট।


আরো সংবাদ



premium cement