চিটাগাংয়ের অধিনায়ক মুশফিক
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০১৯, ১৩:০৯
অনেক নাটকীয়তার পর বিপিএলে দল পান অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্লেয়ার্স ড্রাফট শুরুর ঘণ্টাখানেক আগে চিটাগং ভাইকিংস তাকে দলে নেয়। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কাঁধে এবার নেতৃত্বে ভার দিলো দল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুশফিককে অধিনায়ক ঘোষণা করে চিটাগাং ভাইকিংস।
এর আগের আসরে রাজশাহী কিংসের অধিনায়ক ছিলেন মুশফিক। কিন্তু আসন্ন আসরের জন্য দলটি মুশফিককে ছেড়ে দিয়ে মোস্তাফিজুর রহমানকে আইকন বা এ প্লাস ক্যাটাগরিতে দলে নেয়।
বিপিএলের নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল একাধিক আইকনকে রাখত পারবে না।
এরপর মুশফিককে নিয়ে দুটি দল আগ্রহ দেখায়। কিন্তু তিনি কোনো দলের সাথে একমত হতে পারেন না। পরে প্লেয়ার্স ড্রাফটে তাকে উঠানোর গুঞ্জন উঠে। কিন্তু শেষ মুহূর্তে চিটাগং তাকে দলে ভেড়ায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা