বৃষ্টিতে মাঠেই গড়ালো না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯
শঙ্কাই সত্য হলো। মাঠে গড়ালো না একটা বলও, হলো না টসও। তার আগেই শেষ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বৃষ্টিতে ভেসে গেছে সব আর্জি। মেটেনি একটা জয়ের তেষ্টা। শূন্য হাতেই ঢাকার বিমান ধরবেন মুশফিক-শান্তরা।
সেমিফাইনাল সমীকরণ শেষ আগেই, টানা দু’ হারে বাংলাদেশ ছিটকে যায় শিরোপার দৌড় থেকেও। শেষ ম্যাচে স্বস্তির একটা জয়ের খুঁজে ছিল টাইগাররা। চেয়েছিল একটা জয় নিয়ে দেশে ফিরতে।
সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলা শুরু হবার কথা ছিল দুপুর তিনটায়। সেই মতে টস হতো আরো ৩০ মিনিট আগে, দুপুর ২টা ৩০ মিনিটে।
তবে মাঠে নামা তো দূর, টসও করা হয়নি। বৃষ্টিতে পেরিয়ে যায় প্রায় দেড় ঘণ্টা। থমকে থাকে খেলা, মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। অনবরত বর্ষণ চলতে রাওয়ালপিন্ডিতে, উঠানো হয়নি কাভারও।
অবশ্য বৃষ্টি সম্ভাবনা আগে থেকেই ছিল। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে বেশ। জানা গেছে, সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এদিকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও অতটা ভালো না।
বৃষ্টি থামলেও খেলা শুরু হওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। ছিল ভেস্তে যাবার শঙ্কাও। যা শেষ পর্যন্ত সত্যই হলো। বৃষ্টিতে মাঠ ভিজে এতটাই নাজেহাল যে এ দিন আর কোনোভাবেই ম্যাচ শুরু করা সম্ভব নয় বলে জানান অফিশিয়ালরা।
ফলে দেড় ঘণ্টা না যেতেই খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন তারা। তাতে জয় ছাড়াই শেষ হলো বাংলাদেশ ও পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। যদিও এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’ দল।
তবে পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দু’ সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও বাদ পড়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা