২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

ইবরাহীম ঝড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড

ইবরাহীম ঝড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড - ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাথে নিজেদের মেলে ধরতে পারেনি আফগানিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে করেছে বাজিমাত। ইবরাহীম জাদরানের রেকর্ড গড়া ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে আফগানরা। বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে থ্রি লায়ন্সদের।

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। আইসিসির কোনো ইভেন্টে যা তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। যেখানে বড় ভূমিকা ইবরাহীম জাদরানের।

লাহোরে ইংল্যান্ডের বোলারদের কোনো পাত্তাই দেননি ইব্রাহীম। শুরু থেকে একদম শেষ ওভার পর্যন্ত ঘোরালেন ছড়ি। মাঝপথে ইংলিশদের নাস্তানাবুদ করে খেলেছেন ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারো সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে বুধবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও আফগানিস্তান। যেখানে টসে জিতে আগে ব্যাট করে আফগানরা। তবে শুরুটা ভালো হয়নি, মাত্র ৩৭ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট।

রাহমানুল্লাহ গুরবাজ ৬, সাদিকুল্লাহ আতাল ও রহমত শাহ আউট হোন সমান ৪ রান করে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় আফগানরা। হাশমতুল্লাহ শাহিদিকে নিয়ে গড়েন ১০৪ রানের জুটি। শাহিদি ৬৭ বলে ৪০ রানে আউট হোন।

এরপর আজমতুল্লাহ ওমরজাইয়ের সাথে বাড়ান রানের গতি। জুটিতে আসে ৬৩ বলে ৭২ রান। ৩১ বলে ৪১ করে আউট হোন ওমরজাই। এর মাঝে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ইবরাহীম। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ঝড় তুলেন মোহাম্মদ নাবিকে নিয়ে।

সেঞ্চুরি পাওয়ার পর ইংলিশ বোলারদের উপর আরো চড়াও হন ইব্রাহীম। পরের ৪০ বলে যোগ করেন আরো ৭৭ রান। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস।

অন্যদিকে ঝোড়ো এক ইনিংস খেলে আউট হন নবি। ২৪ বলে ৪০ রান করেন তিনি। ততক্ষণে অবশ্য দল তুলে নেয় রেকর্ড সংগ্রহ। আইসিসির বড় কোনো ইভেন্টে যা তাদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

ইংলিশদের পক্ষে ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন জফরা আর্চার। ৫ ওভার বল করে ২৮ রান খরচায় ২ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল