২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

মুশফিক-মাহমুদউল্লাহ থামতে বললেন কার্তিক

দীনেশ কার্তিক - সংগৃহীত ছবি

এবার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক। এই বয়সেও তাদের জাতীয় দলে খেলা নিয়ে কথা বলেছেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার। ভারত বিশ্বকাপের পর তারা অবসর না নেয়ায় বিস্মিত তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দেড়যুগ পাড় করে ফেলেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সময়কার অনেকেই এখন ব্যাট-প্যাড গুছিয়ে ফেলেছেন, অনেকেই আবার বিদায় বলে দিয়েছেন জাতীয় দলকে।

অথচ মুশফিক ও মাহমুদউল্লাহ এখনো অটো চয়েস হয়ে খেলে যাচ্ছেন জাতীয় দলে। যার প্রভাব পড়তে শুরু করেছে দলেও। আগের মতো যেমন দায়িত্ব নিতে পারছেন না তারা, তেমনি পেছনে ফেলে এসেছেন নিজেদের সেরা সময়।

মুশফিকের ব্যাটে রান নেই বিশ্বকাপের পর থেকেই। এই সময়ে ১৭ ইনিংসে মাত্র ২৭.৭৮ গড় ও ৮১.২১ স্ট্রাইক রেটে ৩২৯ রান করেছেন তিনি। যেখানে দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি আটবার। বিপিএলেও ছিলেন ব্যর্থ।

বিপিএলে ১৪ ম্যাচে মুশফিক রান করেছিলেন মাত্র ১৮৪। এরপর চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচেও আউট হয়েছেন ০ ও ২ রানে। অন্যদিকে মাহমুদউল্লাহও ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে নিস্প্রভ। ব্যাট হাতে মাত্র ৪ রান করেন তিনি, একইসাথে ফিল্ডিংয়েও মিস করেন সহজ ক্যাচ।

তাদের এমন দৃষ্টিকটু পারফরম্যান্সে বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। ক্রিকবাজের সাথে আলাপকালে এই দুই ক্রিকেটারের প্রসঙ্গ টেনে বলেন, ‘তারা একসাথে ১৬-১৭ বছর ধরে খেলছে কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি। তাহলে এত লম্বা সময় ধরে তাদের খেলানোর কারণটা কী?’

কার্তিক আরো বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নেবে। তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কত দিন খেলবে! তারা আমাকে অনেক বিস্মিত করেছে।’

এই প্রসঙ্গে আরো তিনি বলেন, ‘আমার মনে হয় কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে। কারণ এটা দলকে স্থিতিশীল করবে। প্রথমদিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে।’

এরপর বাংলাদেশকে পরামর্শ দিয়ে বলেন, ‘২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত। বড় পরিসরে ভাবতে হবে, সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে।’


আরো সংবাদ



premium cement
সরকারি ক্রয়খাতের ত্রিপক্ষীয় আঁতাতে বাজার দখলের প্রাতিষ্ঠানিকীকরণ : টিআইবি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে : শিক্ষা উপদেষ্টা সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না : সেলিম উদ্দিন রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজকে স্বনামে ফেরত দিতে হবে’ পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশী শক্তি অবশ্যই জড়িত : মেজর হাফিজ ইরাকের আদমশুমারির ফল ঘোষণা, জনসংখ্যা ৪ কোটি ৬১ লাখ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক আবরার হত্যার আসামিসহ ৫৩ ফাঁসির আসামির খোঁজ নেই বগুড়ায় বিএনপি নেতা হত্যাচেষ্টার অভিযোগে আ’লীগ নেতাসহ ১৮৪ জনের নামে মামলা মৃত ব্যক্তির এনআইডি সংশোধনের ক্ষমতা পেলেন ডিজি

সকল