২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

ব্যাটিং ব্যর্থ মেনে নিলেন শান্ত, শেষ ম্যাচ জিততে চান

- সংগৃহীত ছবি

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ বাংলাদেশের। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আসর থেকে। ছিটকে গেছে সেমিফাইনালের দৌঁড় থেকে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সোমবার নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে টাইগাররা হেরেছিল ৬ উইকেটে। তবে হারের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হারের ধরন।

ব্যাট হাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না বাংলাদেশ। দুই ম্যাচের একটাতেও পারেনি আড়াই শ’ পেরোতে। এমনকি রানপ্রসবা রাওয়ালপিন্ডিতেও ব্যর্থ টাইগাররা। যেখানে গড় রানই তিন শ’র বেশি!

ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ডট বল দিয়েছে ১৮১টি। অর্থাৎ ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভারেই বাংলাদেশ কোনো রান করেনি! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতা মেনে নিলেও ডট বল প্রসঙ্গে ব্যাখাও দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘বড় দু’টি জুটি হলে হয়ত এমন হতো না। আজকে ডট বলের কারণ মাঝের ওভারে কিছুক্ষণ পরপর উইকেট দিয়েছি।’

নিয়মিত বড় রান করায় অভ্যস্ত হতে হবে দাবি করে তিনি বলেন, ‘অভ্যাসটা গুরুত্বপূর্ণ যে নিয়মিত কিভাবে ৩০০ রান করতে পারি। ১-২ দিন হঠাৎ ৩০০ করি। এই জিনিস থেকে বের হওয়ার জন্য আমাদের প্র্যাকটিসে বলেন নিয়মিত কিভাবে ভালো উইকেটে খেলা যায় কিভাবে বড় দলের সাথে নিয়মিত এই ধরনের স্কোর করা যায় এটা গুরুত্বপূর্ণ।’

এদিকে দলের এলোমেলো অবস্থাও মেনে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং-বোলিং বা ফিল্ডিং কোনোটাই যে ধারাবাহিক ভালো হচ্ছে না, তা চোখে পড়েছে তারও। একইসাথে ঘরের বাহিরে জেতার অভ্যাস করতে চান শান্ত।

তিনি বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশিভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। এক দিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলেও শেষটা রাঙাতে চায় টাইগাররা।

এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। শতভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’


আরো সংবাদ



premium cement
৩ শিক্ষকের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ঢাবি সাদা দলের আয়নাঘরের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করতে হবে : নুর নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মো: শহিদুল্লাহ, সম্পাদক খন্দকার মিজানুর রহমান ‘শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা’ লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক গাছ থেকে কলা কাটায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু এটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল