২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড - ছবি : সংগৃহীত

ব্যাট হাতের ঘাটতি মেটাতে বল হাতে শুরুতেই চেপে ধরতে হতো নিউজিল্যান্ডকে। সেই কাজটা প্রথম ৬ ওভারে বেশ ভালোই করলো বোলাররা। মাত্র ১৫ রানে জোড়া উইকেট তুলে নেন তাসকিন ও নাহিদ রানা।

তবে এদিনও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও কাটেনি ভঙ্গুর দশা। কোনোরকমে পেরিয়েছে দুই শ' রানের গণ্ডি। থেমেছে ৯ উইকেটে ২৩৬ রানে।

২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কিউইরা। কোনো রান না দিয়েই উইল ইয়ংকে ফেরান তাসকিন। আর ৩.৩ ওভারে আঘাত হানেন নাহিদ, কেন উইলিয়ামসন (৫) শিকার তার।

শুরুতেই জোড়া উইকেট নিয়ে ভালো কিছুর সম্ভাবনা দেখালেও সময়ের সাথে সাথে সেই প্রত্যাশা মলিন হচ্ছে। ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্র মিলে হাল ধরেছেন দলের, এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনিংস।

১২ ওভার শেষে এই মুহূর্তে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। কনওয়ে ২৭ ও রাচিন ব্যাট করছেন ২৬ রানে। জয়ের জন্য এখনো চাই ১৭৯ রান।


আরো সংবাদ



premium cement