২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

নিউজিল্যান্ডের বিপক্ষে মধ্যমানের সংগ্রহ বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে মধ্যমানের সংগ্রহ বাংলাদেশের - ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতেও ম্যাড়মেড়ে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও কাটেনি ভঙ্গুর দশা। কোনোরকমে পেরিয়েছে দুই শ' রানের গণ্ডি। থেমেছে ৯ উইকেটে ২৩৬ রানে।

শুরুর দিকে নাজমুল হোসেন শান্ত আর শেষ দিকে জাকের আলি হাল না ধরলে আরো বেহাল হতো দলের অবস্থা। শেষ কিছু বছরে গড় রান যেই মাঠে ৩১০, সেখানে ২৩৭ রানের লক্ষ্য সহজই বটে।

অথচ শুরুটা ছিল আশাজাগানিয়া। ভালোই করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে দেখাচ্ছিলেন বড় কিছুর স্বপ্ন। তবে ৮.২ ওভারে তামিম আউট হতেই ভেঙে যায় ইনিংসের মেরুদণ্ড।

তামিম আউট হন ২৪ বলে ২৪ করে, ব্রেসওয়েলের বলে। তিনে নেমে থিতু হতে পারেননি মেহেদী মিরাজও, তাকে ফেরান উইলিয়াম ওরোর্ক। ১৩ রান আসে তার ব্যাটে। এরপর ব্রেসওয়েল চেপে ধরেন বাংলাদেশকে। তার স্পিন ঘূর্ণিতে দ্রুত ৫ উইকেট হারায় বাংলাদেশ।

২০.৩ ওভারে তাওহীদ হৃদয়কে ফেরান তিনি। ২৪ বলে ৭ রান করে আউট হোন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। আর পরের ওভারে এসে বোকা বানান মুশফিকুর রহিমকে। ৫ বলে ২ রান করেন তিনি।

তবে ফিফটি তুলে নেন শান্ত। ৭১ বলে পৌঁছান এই মাইলফলকে। তবে স্বস্তি ফেরেনি টাইগার শিবিরে। আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকেও শিকার করেন ব্রেসওয়েল। ১৪ বলে ৪ রান করেন রিয়াদ।

এরপর জাকেরকে নিয়ে ইনিংসের হাল ধরেন শান্তু। দু'জনের জুটিতে ৪৫ রান যোগ হয় ৬৭ বলে। যখন মনে হচ্ছিলো হয়তো এবার রান বাড়ানোয় মনযোগ দেবেন শান্ত, তখন ওরোর্ক থামান তাকে।

৩৭.২ ওভারে ১১০ বলে ৭৭ রান করে আউট হন শান্ত। দলের রান তখন ১৬৩। ফলে দেখা দেয় দুই শ' রানে পৌঁছা নিয়ে শঙ্কা। তবে জাকের আর রিশাদের ৩৩ রানের জুটি দূর করে সেই চিন্তা। রিশাদ করেন ২৫ বলে ২৬ রান।

এরপর তাসকিনকে নিয়ে আরো ৩৫ রান যোগ করেন জাকের। ৪৮.১ ওভারে রান আউট হয়ে ফেরার আগে জাকের করেন ৫৫ বলে ৪৫ রান। তাসকিন করেন ১০ রান। বল হাতে ২৬ রানে ৪ উইকেট নেন ব্রেসওয়েল, ২ উইকেট নেন ওরোর্ক।


আরো সংবাদ



premium cement
সুরমা-কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, ফুঁসে উঠছে সিলেট বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন অভয়নগরে মোটরসাইকেল থেকে ছিটকে ২ যুবক নিহত সন্দেহজনক প্রকাশনায় পদোন্নতির আয়োজন চলছে বিএসএমএমইউতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন নোয়াখালীতে আ’লীগ নেতা গ্রেফতার যৌন নীপিড়ন ও শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ঢাকায় কেমন রাজনৈতিক বিন্যাস চায় দিল্লি বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে : তৌহিদ শিক্ষা কার্যক্রম শুরু করল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

সকল