২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

অধিনায়কের বিদায়ে চাপে বাংলাদেশ

অধিনায়কের বিদায়ে চাপে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

এবার ফিরলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ব্যাট করলেও পারলেন না তিন অংকের ঘরে পৌঁছাতে। এদিকে তার বিদায়ে বের হয়ে এসেছে বাংলাদেশের ইনিংসের লেঁজ। বেশ চাপে টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে এইদিন শুরুটা ভালো করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে দেখাচ্ছিলেন বড় কিছুর স্বপ্ন। তবে ৮.২ ওভারে তামিম আউট হতেই ভেঙে যায় ইনিংসের মেরুদণ্ড।

তিনে নেমে থিতু হতে পারেননি মেহেদী মিরাজ। তাকে ফেরান উইলিয়াম ওরোর্ক। ১৩ রানে আউট হন তিনি। এরপর ব্রেসওয়েল চেপে ধরেন বাংলাদেশকে। তার স্পিন ঘূর্ণিতে দ্রুত ৬ উইকেট হারায় বাংলাদেশ।

২০.৩ ওভারে তাওহীদ হৃদয়কে ফেরান তিনি। ২৪ বলে ৭ রান করে আউট হোন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। আর পরের ওভারে এসে বোকা বানান মুশফিকুর রহিমকে। ৫ বলে ২ রান করেন তিনি।

তবে ফিফটি তুলে নেন শান্ত। ৭১ বলে পৌঁছান এই মাইলফলকে। তবে স্বস্তি ফেরেনি টাইগার শিবিরে। আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকেও শিকার করেন ব্রেসওয়েল। ১৪ বলে ৪ রান করেন রিয়াদ।

এরপর জাকিরকে নিয়ে ইনিংসের হাল ধরেন শান্তু। দু'জনের জুটিতে ৪৫ রান যোগ হয় ৬৭ বলে। যখন মনে হচ্ছিলো হয়তো এবার রান বাড়ানোয় মনযোগ দেবেন শান্ত, তখন ওরোর্ক থামান তাকে।

৩৭.২ ওভারে ১১০ বলে ৭৭ রান করে আউট হোন শান্ত। জাকের আলি আর রিশাদ হোসেন এই মুহূর্তে আছেন মাঠে। বাংলাদেশের সংগ্রহ এখন ৪১ ওভার শেষে ৭ উইকেটে ১৮৫ রান।


আরো সংবাদ



premium cement
মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন নোয়াখালীতে আ’লীগ নেতা গ্রেফতার যৌন নীপিড়ন ও শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ঢাকায় কেমন রাজনৈতিক বিন্যাস চায় দিল্লি বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে : তৌহিদ শিক্ষা কার্যক্রম শুরু করল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পুলিশের উপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনতাই বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে : ডিজি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির হলেন মুবারক হোসাইন আকন্দ বিডিআর গণহত্যা : জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াত ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত

সকল