দুই পরিবর্তন নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯
সেমিফাইনাল স্বপ্ন বাঁচাতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে জয় ছাড়া বিকল্প নাই টাইগারদের। দাঁড়িয়ে আছে খাঁদের কিনারে, পা ফসকালেই সব শেষ। বিপরীতে কিউইদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিতের।
আজ সোমবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে খেলা শুরু বেলা ৩টায়। ইতোমধ্যে হয়েছে টস। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য এই ম্যাচটা ডু অর ডাই। জিতলে বেঁচে থাকবে সেমিফাইনাল স্বপ্ন, হারলেই শেষ সব। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচরা রূপ নিবে কেবল আনুষ্ঠানিকতায়।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ২ পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। নাহিদ রানা ও মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে এসেছেন। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম সাকিব।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা