সমীকরণের চাপে চ্যাপ্টা বাংলাদেশ ও পাকিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২
বাংলাদেশের ওপর ঝুলছে ভারত-পাকিস্তানের ভাগ্য। কিউইদের বিপক্ষে ম্যাচটা তাদের জন্যও গুরুত্বপূর্ণ। টাইগাররা জিতলে চার দলের জন্যই শেষ চার থাকবে উন্মুক্ত, হারলেই বাংলাদেশ-পাকিস্তানের স্বপ্নভঙ্গ।
জমে উঠেছে গ্রুপ ‘এ’র লড়াই। গতরাতে পাকিস্তানকে হারানোয় টানা দুই জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত। তবে নিশ্চিত হয়নি এখনো শেষ চার। বিপরীতে টানা দুই হারের পরও এখনো আছে পাকিস্তানের সম্ভাবনা।
চার দলের সব সমীকরণই নির্ভর করছে সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। যেখানে বাংলাদেশ জিতলে চার দলের জন্যই সেমিফাইনালের লড়াই থাকবে উন্মুক্ত। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটাও হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।
আর কিউইরা জিতলে সব উত্তেজনা শেষ। থাকবে না আর কোনো সমীকরণ বা সম্ভাবনা। ভারত ও নিউজিল্যান্ড উঠে যাবে সেমিফাইনাল। আর বাংলাদেশ ও পাকিস্তানের শেষ ম্যাচটা রূপ নিবে কেবল আনুষ্ঠানিকতায়।
তবে বাংলাদেশ আজ জিতলেই শেষ চারে খেলবে, এমন নয়। সেই ক্ষেত্রে শেষ ম্যাচে হারাতে হবে পাকিস্তানকেও। তবেই কেবল সম্ভব সেমিফাইনাল। তবে সেই জন্যও শেষ ম্যাচে ভারতের কাছে হার কামনা করতে হবে কিউইদের।
অন্যদিকে টাইগাররা জয় পেলে সেমিফাইনালে ক্ষীণ আশা টিকে থাকছে পাকিস্তানের। তবে সেক্ষেত্রেও রয়েছে সমীকরণ। ২৭ তারিখ বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে বাবরদের।
শুধু তাই নয়, এরপর নিউজিল্যান্ডকেও হারতে হবে ভারতের কাছে। তবেই কেবল সেমিফাইনাল স্বপ্নপূরণ হবে পাকিস্তানের।
অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জিতে এবং ভারতকে যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারিয়ে দেয়, তবুও জটিল সমীকরণ। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড- তিন দলের পয়েন্ট হবে ৪। নিট রান রেটে এগিয়ে থাকা দু’দল যাবে সেমি-ফাইনালে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা