২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিইউপি ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীরা। - ছবি : নয়া দিগন্ত

‘বিইউপি ক্রিকেট টুর্নামেন্ট (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী)-২০২৫’-এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বিইউপি শারীরিক শিক্ষাকেন্দ্র ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এ টুর্নামেন্টের আয়োজন করে। যেখানে মোট ৮টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে টিম-২ (রেজিস্ট্রার অফিস) এবং টিম-৪ (পিআরআইপি, আইসিটি ও আইওসি অফিস) পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় টিম-২ (রেজিস্ট্রার অফিস) চ্যাম্পিয়ন, এবং টিম-৪ (পিআরআইপি, আইসিটি ও আইওসি অফিস) রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

বিইউপি’র ভিসি মেজর জেনারেল মো: মাহবুব উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপি’র উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement