২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

দেশে ফিরছেন সাকিব!

সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

মাঠের ক্রিকেটে নেই সাকিব আল হাসান, তবে তাকে নিয়ে আলোচনার কমতি নেই। গতকাল শুক্রবার দিনভর যেমন আলোচনা হয়েছে সাকিবের যুক্তরাষ্ট্রের হয়ে খেলা নিয়ে, আজ শনিবার সাকিব আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগ ইস্যুতে।

জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর থেকে সাকিব আল হাসানকে ছাড়া কখনো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলেনি বাংলাদেশ। তবে গত দেড় যুগের যা হয়নি, এবার তাই হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে।

চ্যাম্পিয়নস ট্রফির আসরে নেই সাকিব আল হাসান। তাকে ছাড়াই ভারতের বিপক্ষে ইতোমধ্যে খেলে ফেলেছে টাইগাররা। তবে মাঠে না থেকেও আলোচনায় আছেন সাকিব। যেমন গতকাল গুঞ্জন উঠে সাকিব নাকি খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে।

যদিও পরবর্তীতে জানা যায় বিষয়টা নিছকই মিথ্যা। তবে রাত না পোহাতেই নতুন খবরের শিরোনাম সাকিব। খুব দ্রুত তার দেশে ফেরার খবর রটেছে। জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেশে ফিরবেন সাকিব।

গত আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সাকিব আর দেশে ফেরেননি। এর মাঝে তার নামে হত্যা মামলাসহ আরো বেশ কয়েকটি অভিযোগ ওঠে। সব কিছু বিবেচনায় একপ্রকার তার দেশে না ফেরা নিশ্চিতই ছিল।

জাতীয় দল থেকে তো দূরেই আছেন, আসেননি বিপিএল খেলতেও। তবে ঢাকা প্রিমিয়ার লিগে আজ দলবদলের দিনে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন সাকিব। ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

তবে সাকিব সত্যিই দেশে ফিরবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে যদি সত্যিই ফিরেন, তবে নতুন করে তাকে নিয়ে তোলপাড় শুরু হবে দেশের ক্রিকেটে।

লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে এর আগেও খেলেছেন সাকিব আল হাসান। ২০২২ সালে দলটার জার্সি গায়ে তুলেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement