২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ - ছবি : সংগৃহীত

ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহারণ আজ। চ্যাম্পিয়নস ট্রফির আকর্ষণীয় এই ম্যাচে
গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে তারা।

ভারত-পাকিস্তানের মতো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াইও ক্রিকেটের বড় বিজ্ঞাপন। ঐতিহ্যের হিসেবে করলে ছাপিয়ে যাবে অন্য যেকোনো ম্যাচকে। দু’দলের দ্বিপক্ষীয় সিরিজগুলোই উত্তেজনা ছড়ায় রন্ধ্রে রন্ধ্রে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে আজ শনিবার। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে দু’দল। জশ বাটলারের ইংল্যান্ড ও স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ক্রিকেটের বড় নাম হলেও এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছে ভাঙাচোরা এক দল নিয়ে। আসর শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কায় টালমাটাল তারা। নেই নিয়মিত অধিনায়কসহ ঘোষিত দলের পাঁচজন।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ ছিটকে যান। ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার মিচেল স্টার্ক। আর হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসর নেন মার্কাস স্টয়নিস।

শেষ মুহূর্তে এসে পাঁচজন নিয়মিত ক্রিকেটার হারিয়ে খেই হারালেও স্টিভেন স্মিথের নেতৃত্বে পাকিস্তানে এসেছে অজিরা। অন্যদিকে এইদিক থেকে ইংল্যান্ড আছে আরামে, পূর্ণ শক্তির দল পেয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে।

লাহোরে মুখোমুখি লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভঙ্গুর অবস্থার বিপরীতে ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড। গতকালই একাদশ ঘোষণা করে ব্যাটিং অর্ডারও চূড়ান্ত করে ফেলেছে দলটি।

পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় একাদশে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথকে। ফিরেছেন পেসার ব্রাইডন কার্সও। জোফরা আর্চার ও মার্ক উডের সাথে থাকবেন তিনি। স্পিনার হিসেবে আছেন আদিল রাশিদ।

এবার যেকোনো মূল্যে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হতে চায় থ্রি লায়ন্সরা। এখনো ইংল্যান্ডের জেতা হয়নি ক্রিকেটের এই টুর্নামেন্টের শিরোপা। এবার সেই অপূর্ণতা দূর করার মস্ত সুযোগ তাদের সামনে। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে সেই লক্ষ্যে নিশ্চয়ই এগোতে চাইবে তারা।

অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা দু’-দু’বার ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এবার খর্ব শক্তির দল নিয়েও একই পথে হাঁটতে চাইবে তারা। পুনরুদ্ধার করতে চাইবে হারানো সিংহাসন। সেই আত্মবিশ্বাসটা প্রথম ম্যাচ থেকেই নিতে প্রস্তুত অজিরা।

পরিসংখ্যানও কথা বলছে অস্ট্রেলিয়ার পক্ষেই। এখন পর্যন্ত ওয়ানডেতে দু’দলের ১৬০ বারের দেখায় ৯০ বারই জিতেছে অজিরা। ইংল্যান্ডের জয় ৬৫ ম্যাচে। সাম্প্রতিক সময়েও এগিয়ে অজিরা।

দেশের বাইরে দু’দলের নয়বারের মুখোমুখি দেখায় অস্ট্রেলিয়া জিতেছে সাতটিতে ও ইংল্যান্ড জিতেছে দুই ম্যাচে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে ইংল্যান্ড। পাঁচবারের দেখায় ইংল্যান্ড ৩টি ও অস্ট্রেলিয়ার জয় ২ ম্যাচে।

তবে গতবছর সেপ্টেম্বরে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানে অজিদের কাছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ইংল্যান্ড। ফলে পরিসংখ্যান কথা বলছে তাদের পক্ষেই।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
ট্রাভিস হেড, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জশ ইংলিশ, মার্নাশ লাবুশেন, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, ও স্পেন্সার জনসন।


আরো সংবাদ



premium cement
বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪ পেলো এক্সিম ব্যাংক শহীদদের রক্তের সাথে বেইমানী করলে কোনো ছাড় নয় : আ্যাটর্নি জেনারেল বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশসেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের আবারো বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব ঢাবিতে শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না : জয়নুল আবেদীন বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নিতে হবে : ভিসি ড. আমানুল্লাহ বিচার বিভাগ সংস্কার কার্যক্রমে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে : প্রধান বিচারপতি এ বছরের মধ্যেই নির্বাচন শেষ করুন : মাহবুব উদ্দিন খোকন ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ, বড় চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

সকল