২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

শুরুতেই বিপদে বাংলাদেশ, নেই জোড়া উইকেট

শুরুতেই বিপদে বাংলাদেশ, নেই জোড়া উইকেট - ছবি : সংগৃহীত

শুরুতেই হোচট খেলো বাংলাদেশ। মাঠে নামতেই ধরেছে ভাঙন। গা গরম হওয়ার আগেই নেই জোড়া উইকেট। রানের খাতা খুলতেই পারেননি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে দু’বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।

তবে ব্যাট হাতে মাঠে নেমেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। কিছু বুঝে ওঠার আগেই নেই ২ উইকেট। প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য। ৫ বলে ০ রান করে মোহাম্মদ শামির শিকার তিনি।

এরপর হর্ষিত রানার করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্ত উইকেট দিয়ে আসেন। শর্ট কাভারে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ০ রান করে। মাত্র ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এই মুহূর্তে তানজিদ তামিম ও মেহেদী মিরাজ মিলে চেষ্টা করছেন দলকে বিপদ থেকে উদ্ধার করতে। ৪ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ১৩ রান।


আরো সংবাদ



premium cement