২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড

উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড - ছবি : সংগৃহীত

পর্দা উঠলো চ্যাম্পিয়নস ট্রফির। সাত বছর পর মাঠে গড়ালো ক্রিকেটের এই অন্যতম আসর। একইসাথে ফুরালো পাকিস্তানের ২৯ বছরের অপেক্ষা। ১৯৯৬ সালের পর আবারো বৈশ্বিক কোনো আসর বসেছে বাবরদের দেশে।

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আজ বুধবার করাচিতে মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক পাকিস্তান।

ওয়ানডেতে দু’দল এর আগের মুখোমুখি হয়েছে ১১৮ বার। যেখানে পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে ৫৩ ম্যাচ জিতেছে ব্ল্যাকক্যাপসরা। অবশ্য নিউজিল্যান্ড জয় পেয়েছে সবশেষ দুই ম্যাচে।

দু’দলেই আছে চোট সমস্যা। পাকিস্তান চোটের কারণে হারিয়েছে ওপেনার সাইম আইয়ুবকে। অন্যদিকে লকি ফার্গুনসনকে হারিয়েছে কিউইরা।

পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আগা সালমান, ফখর জামান, তয়্যব তাহির, সৌদ শাকিল, আবরার আহমেদ, খুশদিল শাহ।

নিউজিল্যান্ড একাদশ
রাচিন রাবিন্দ্র, কেন উইলিয়ামস, টম লাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, ডেরিয়েল মিচেল, ব্রেসওয়েল, মিচেল সান্টনার, নাথান স্মিথ, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি ও উইলিয়াম ওরোর্ক।


আরো সংবাদ



premium cement