উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭, আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯
১৯৯৬ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কেনো আসর বসতে চলেছে পাকিস্তানে। আজ বুধবার থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পর্দা উঠবে প্রতিযোগিতার নবম সংস্করণের। সেইসাথে ফুরাবে ২৯ বছরের অপেক্ষা।
করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটির আগে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন জুড়াতে ব্যতিক্রমী কিছু প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমানবাহিনী।
খেলা শুরুর আগে দেখা মিলবে দেশটির এয়ারফোর্সের ফাইটার জেটের এরিয়াল প্রদর্শনী। করাচির আকাশে দেখা যাবে শেরদিল স্কোয়াড্রনকে। কে-এইট কারাকোরাম এয়ারক্রাফট দিয়েও প্রদর্শনী হবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
দ্বিতীয় বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে যদিও রাখা হয়নি কোনো ক্যাপ্টেনস ডে, তবে গেল রোববার লাহোর ফোর্টে ২০১৭ শিরোপা জয়ী স্বাগতিক দলকে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসরের প্রথম ম্যাচের দিনও সমর্থকদের জন্য আয়োজন রাখছে পিসিবি। পাকিস্তান বিমানবাহিনীর বিশেষ প্রদর্শনী থাকবে স্টেডিয়ামে। করাচির আকাশে পাঁচ বছর পর দেখা যাবে শেরদিল স্কোয়াড্রনকে।
ডিসপ্লে'তে শেরদিল স্কোয়াড্রন পাকিস্তানের পতাকার রঙয়ের বিশেষ প্যাটার্ন তৈরি করবে। পাকিস্তান এয়ার ফোর্সের বিশেষায়িত অ্যারোব্যাটিক টিম, কে-এইট কারাকোরাম এয়ারক্রাফট দিয়ে যার প্রদর্শনী হবে ম্যাচ শুরুর আগে।
এছাড়াও পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ ফাইটার জেটও এরিয়াল শো'র মধ্য দিয়ে রঙিন করবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া ব্যারেল রোল, লুপ স্টান্ট করবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা