২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

বাংলাদেশের টাইগাররা গর্জন করতে প্রস্তুত : শান্ত

নাজমুল হোসেন শান্ত - ছবি : সংগৃহীত

আগামীকাল পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ আসরের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে জ্বলে ওঠার জন্য মুখিয়ে আছে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার জন্যই যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের চ্যাম্পিয়ন হবার সামর্থ্য আছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুংকার দিলেন শান্ত। গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের জার্সি গায়ে ব্যাট হাতে বার্তা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে শান্ত লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব, তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

বাংলাদেশ দল নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের জার্সি পরা শান্ত, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও জাকের আলী অনিকের ছবি দিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

ভারতের পর ‘এ’ গ্রুপে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement