চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে তারার মেলা, আছেন আতাহার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৯
দোরগোড়ায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। শ্রেষ্ঠত্বের এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি পর্ব শেষ করছে দলগুলো। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছে আইসিসিও। যার ধারাবাহিকতায় জাদুকরী কণ্ঠে আসর মাতানো ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের। উত্তেজনাপূর্ণ এই আসর আরো প্রানবন্ত করে তুলতে শুক্রবার এক বিবৃতিতে একঝাঁক ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে আছেন ‘ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত আতহার আলি খান।
আসন্ন আসর জৌলুসময় করতে কোনো কমতি রাখতে চাইছে না আইসিসি। সম্প্রচারে ভিন্ন মাত্রা দেবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শক্তিশালী ধারাভাষ্য প্যানেলের পাশাপাশি আধুনিক অনেক প্রযুক্তি ব্যবহার করার কথা জানানো হয়েছে।
এবারের আসরে খেলার ধারাবিবরণী দর্শকদের কাছে তুলে ধরতে মোট ২২ জন ধারাভাষ্যকার রাখছে আইসিসি। যেখানে অনুমিতভাবেই থাকছেন বড় বড় নাম। আছেন সাবেক ক্রিকেটাররা।
জানা গেছে, ধারাবিবরণী ছাড়াও ম্যাচের আগে শো, ইনিংস বিশ্লেষণ, ম্যাচ শেষে শো নিয়ে হাজির হবেন ধারাভাষ্যকার-বিশ্লেষকেরা। আইসিসি টিভির কভারেজে ব্যস্ত থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ।
ধারাভাষ্য, সাক্ষাৎকার ও বিশ্লেষণে থাকবেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার। সাথে থাকবেন হার্শা ভোগলে, মাইক আথারটন, কাস নাইডু ও সাইমন ডুল।
তাছাড়া আতহার আলী খান, ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক, এমপুমেলেলো এমবাংওয়াও ইয়ান ওয়ার্ড আছেন ধারাভাষ্যকারদের তালিকায়।
উল্লেখ্য, ১৫ ম্যাচের এই আসর সরাসরি সম্প্রচার হতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। মোট ১৬টি ফিডে নয়টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা