২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ফার্গুসন আউট, জেমিসন ইন

ফার্গুসন আউট, জেমিসন ইন - ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির আগে চোটের মিছিল যেন দলগুলোতে। একের পর একজন ছিটকে যাচ্ছেন, তারকা আলো হারাচ্ছে আসরটি। যেখানে সর্বশেষ সংযোজন পেসার লকি ফার্গুসন।

এক দিন পরেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে বুধবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে আজ দুঃসংবাদ এলো কিউই শিবিরে। চোটের কারণে শুরুর আগেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ ফার্গুসনের।

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, জাসপ্রিত বুমরাহ, হারিস রউফ, আনরিখ নরকিয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি হারালো আরো এক গতি তারকা। তাতে তারকা জ্যোতির পাশাপাশি কমছে গতির ঝলকও।

অন্যদিকে ফার্গুসনকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল কিউইদের। কিছুদিন আগে আরেক পেসার বেন সিয়ার্সকেও হারায় কিউইরা। সিয়ার্সের জায়গায় জ্যাকব ডাফিকে দলে নেয় নিউজিল্যান্ড।

আর এবার ফার্গুসন পরিবর্তে নিউজিল্যান্ড দলে নিয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে। জেমিসন সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সি গাঁয়ে চড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে টেস্টে।


আরো সংবাদ



premium cement