সিরিজ জমিয়ে তুললো আয়ারল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬
সিরিজ জমিয়ে তুললো আইরিশরা। দারুণ জয়ে লড়াইয়ে ফিরেছে তারা। প্রথম ওয়ানডেতে হারের হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন তাদের। কার্টিস ক্যাম্ফারের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে আয়ারল্যান্ড।
হারারেতে রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। টস হেরে শুরুতে ব্যাট করে ৪৯ ওভারে ২৪৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ৮ বল হাতে থাকতেই জয়ের দেখা পায় আয়ারল্যান্ড।
লক্ষ্য তাড়ায় ইনিংসের ষষ্ঠ ওভারে ফেরেন অ্যান্ড্রু বালবির্নি (১১)। তবে এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন পল স্টার্লিং ও ক্যাম্ফার। তাদের দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে আইরিশরা। দু'জনেই তুলে নেন ফিফটি।
তাদের এই জুটি ভাঙে ৩৩.৪ ওভারে ১৭১ রানে। ৬৪ রানে আউট হন ক্যাম্ফার। তবে ততক্ষণে জয়ের পথ খুঁজে পেয়ে গেছে আইরিশরা। হ্যারি টেক্টর দ্রুত ফিরলেও হাল ধরে রেখেছিলেন স্টার্লিং। তবে জয় নিশ্চিত করা হয়নি তারও।
দলকে জয় থেকে ৪৬ রান দূরে রেখে আউট হন স্টার্লিং। ১০২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। তার বিদায়ের পর বাকি কাজটা সারেন লরকান টাকার এবং জর্জ ডকরেল মিলে। টাকার ৩৬ ও ডকরেলের ব্যাট থেকে আসে ২০ রান।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৪৫ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন মাধেভেরে। এ ছাড়া জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ৫৮, ওয়েলিংটন মাসাকাদজা ৩৫ ও ব্রায়ান বেনেট খেলেন ৩০ রানের ইনিংস।
অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে অ্যাডায়ার চারটি ও ক্যাম্ফার তিনটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন গ্রাহাম হিউম, জশুয়া লিটল ও অ্যান্ডি ম্যাকব্রাইন।
আগামীকাল মঙ্গলবার সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা