১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

দুবাইয়ের উইকেট বোঝার চেষ্টা করছেন তানজিম সাকিব

তানজিম সাকিব - ছবি : সংগৃহীত

স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। উদ্বোধনী ম্যাচটা করাচিতে হলেও পরের ম্যাচটা দুবাইয়ে, আর ২০ ফেব্রুয়ারি সেই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। সেই দুবাইয়েই এখন হাতে আরো পাঁচ দিন সময় রেখে উইকেট বোঝার চেষ্টা করছেন তানজিম সাকিব।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। গতকাল দুবাইয়ে পৌঁছে ক্রিকেটাররা আজ শনিবার জিমের পর অনুশীলন করেছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘রাতের ফ্লাইটে এখানে (দুবাই) এসেছি। ওই দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরো ভালো লাগছে।’

ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে যতটা সম্ভব উইকেট বুঝে নেয়ার চেষ্টা সাকিবের। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

সাকিব আরো বলেন, ‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। প্রথমে জিম করলাম। পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগই করেছি। খুব ভালো অনুভূতি হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’


আরো সংবাদ



premium cement
নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কেন তেহরান থেকে রাজধানী স্থানান্তরের কথা ভাবছে ইরান? শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস

সকল