১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১ ফাল্গুন ১৪৩১, ১৪ শাবান ১৪৪৬
`

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ছেন মুশফিক-মিরাজরা

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল - ছবি : সংগৃহীত

নাকের ডগায় অপেক্ষা করছে চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় এই আসরের। আসরকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

২০ ফেব্রুয়ারি দুনাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন। মূল আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশে দেশ ছাড়তে ইতোমধ্যে টাইগাররা প্রবেশ করতে শুরু করেছেন বিমানবন্দরে। তাদের বিদায় দিতে সেখানে দেখা গেছে অসংখ্য সমর্থকের ভিড়। বড় হচ্ছে সাংবাদিকদের জটলাও।

এদিকে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের সহকারী অধিনায়কের নাম। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরায় সহ-অধিনায়কের দায়িত্বে ফিরে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন ছয় ম্যাচে। যেখানে ওয়ানডেই চারটি। গত নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে নিয়মিত অধিনায়ক শান্ত ছিটকে গেলে মিরাজ দায়িত্ব পালন করেন।

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ওয়ানডেতেও তার কাঁধে এই ভার ন্যস্ত থাকে। তবে অভিজ্ঞতা সুখকর নয়ক্স সেই চার ম্যাচেই হারে বাংলাদেশ। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারে ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দেয়া হয়েছে ডেপুটির দায়িত্ব।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন শান্তরা।

টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য পাকিস্তান শাহীনসের বিপক্ষে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে মোহাম্মদ হারিসের দলের মুখোমুখি হবে টাইগাররা।

যেই দলে আছেন পাকিস্তান জাতীয় দলের আরো বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মাঝে আছেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর, সাহিবজাদা ফারহানরা।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল

তানজিদ হতামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।


আরো সংবাদ



premium cement