চোটের ধুমে, সুখে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692162_148.jpg)
চোটের ধুম পড়েছে ক্রিকেটে। চ্যাম্পিয়নস ট্রফির আগে চোটের মিছিল যেন দলগুলোতে। একের পর একজন ছিটকে যাচ্ছেন, তারকা আলো হারাচ্ছে আসরটি। তবে এর মাঝে ব্যতিক্রম বাংলাদেশ, পূর্ণ শক্তির দল নিয়েই উড়াল দিবে টাইগাররা।
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো। তবে ভালো নেই তাদের অবস্থা। একের পর এক চোটে প্রায় সবগুলো দল হারিয়েছে পূর্ণ শক্তি।
আসরে অংশ নেয়া আটটি দলের সাতটিতেই আঘাত এনেছে চোট। পূর্বঘোষিত দলে আনতে হয়েছে পরিবর্তন। যেখানে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে অস্ট্রেলিয়াকে। টুর্নামেন্ট শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
অধিনায়ক প্যাট কামিন্সসহ, মিচেল মার্শ, জস হ্যাজলউড চোটের কারণে খেলতে পারছেন না এবারের আসরে। আকস্মিক অবসরে সরে দাঁড়িয়েছেন মার্কাস স্টয়নিস। আর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্কও।
স্বাগতিক পাকিস্তানে চোটের আঘাত এসেছে স্কোয়াড ঘোষণার আগেই। ওপেনার সাইম আইয়ুব ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। দল ঘোষণার পর চোট পেয়েছেন পেসার হারিস রউফ।
আফগানিস্তান মুজিবুর রহমানও আগে থেকেই চোটে। তার পরিবর্তে দলে ঢোকা আরেক স্পিনার এএম ঘাজানফরও ছিটকে গেছেন আসরে।। তার পরিবর্তে খেলবেন স্পিনার খারোটে।
ভারত শিবিরেও আছে দুঃসংবাদ। দলের প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরাহ পিঠের চোটে ভুগছিলেন অস্ট্রেলিয়া সফরের সময় থেকেই। তার খেলা নিয়ে শঙ্কা ছিল তখন থেকেই। শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়নস ট্রফিতে আর খেলা হচ্ছে না তার।
ইংল্যান্ড দলেও লেগেছে লেগেছে ধাক্কা। আসর শুরুর আগে তারা হারিয়েছে জ্যাকব বেথেলকে। নিউজিল্যান্ড স্কোয়াডে চোট পেয়েছেন লকি ফার্গুসন। শঙ্কায় রাচিন রবীন্দ্রও। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে এনরিখ নরকিয়াকে।
বাকি সাত দলে চোটের মিছিলে যখন ভাঙা অবস্থা, তখন নিজেদের খানিকটা সৌভাগ্যভানই ভাবতে পারে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ স্কোয়াডে নেই কোনো বড় ইনজুরি শঙ্কা।
তবে কিছু দিন শুধু অনুশীলনের সময় সৌম্য সরকারের চোট কিছুটা দুশ্চিন্তা যোগ করেছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে কোনো শঙ্কা নেই তার। পূর্ণ শক্তির দল নিয়েই শুক্রবার দেশ ছাড়বে টাইগাররা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা