চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন স্টার্ক, অধিনায়ক স্মিথ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691900_147.jpg)
ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স সরে যাওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। বৈশ্বিক আসরে সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করেছিলেন স্মিথ।
কামিন্স ছাড়াও ইনজুরির কারণে পূর্বে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। তাই সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপজয়ী পেসত্রয়ীকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের চ্যালেঞ্জে নামবে অসিরা।
স্টার্কের সরে যাবার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি ও সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মিচের অঙ্গীকার ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে সে। তাকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা। কিন্তু আসন্ন টুর্নামেন্টে নিজেদের প্রমাণে সেরা সুযোগ অন্যদের সামনে।’
কামিন্স, হ্যাজেলউডের মতো ইনজুরিতে ছিটকে গেছেন মিচেল মার্শ। সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন মার্কাস স্টয়নিস। তাই পূর্বের দল থেকে ছিটকে যাওয়া পাঁচজনের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, সিন অ্যাবট, ডোয়ার্শিস, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।
ম্যাকগার্ক ৫টি, অ্যাবট ২৬টি, ডোয়ারশিস ১টি, জনসন ও সাঙ্গা ২টি করে ওয়ানডে খেলেছেন।
সফরকালীন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে স্পিন অলরাউন্ডার কুপার কনোলিকে।
২২ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ২৫ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে অসিরা।
অস্ট্রেলিয়ার দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট ও এডাম জ্যাম্পা।
সূত্র : বাসস