বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691808_199.jpg)
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন লঙ্কান কোচ হাশান তিলকারত্নে। গত মাসে তিনি দায়িত্ব ছেড়ে দেন। এবার তার স্থলাভিষিক্ত হিসেবে অভিজ্ঞ দেশী কোচ সারোয়ার ইমরানকে দায়িত্ব দিয়েছে বিসিবি।
এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তিলকারত্নে চলে যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আমরা ইমরানকে (সারোয়ার) নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সারোয়ার সবশেষ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। এবার তিনি পেলেন জাতীয় দলের দায়িত্ব।
কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞ সারোয়ার ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচের দায়িত্বেও ছিলেন। ২০০৩ সালে মহসিন কামালের চাকরিচ্যুতির পর অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলে সহকারী কিংবা প্রধান কোচ হিসেবেও পালাক্রমে দায়িত্ব পালন করেন বাংলাদেশের এই কোচ। এছাড়া বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা আছে তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা