১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে নিয়ে আশাবাদী সিমন্স

সিমন্স - ছবি : নয়া দিগন্ত

বৈশ্বিক আসরে টাইগারদের অর্জনের পাল্লা নিতান্তই সাধারণ। তবে যা আছে, তার মাঝে সবচেয়ে বড় অর্জন এই চ্যাম্পিয়নস ট্রফিতেই। ২০১৭ সালের সর্বশেষ আসরে শেষ চারে খেলেছিল বাংলাদেশ।

তবে এবার স্বপ্নটা আরো বড়। আরো বড় বড় কিছু করতে চায় টাইগাররা। এবারের আসরে বাংলাদেশ ভালো করবে তো বটেই, অন্তর্বর্তী কোচ ফিল সিমন্স শিরোপা জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসর। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে অংশগ্রহণকারী আটটি দল। গতকাল রোববার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশও।

সেখানেই সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিমন্স। যেখানে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার সম্ভাবনা আছে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে এখানে থাকতাম না।’

ট্রফি জেতার ব্যাপারে আশাবাদী হলেও বাংলাদেশের সেরা প্রস্তুতি হচ্ছে না বলে মনে করেন সিমন্স। তিনি বলেন, ‘আমি একমত যে সেরা প্রস্তুতি হচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির আগে। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সাথে ছিলাম। প্রস্তুতি নেব এখন। ছয় দিনের প্রস্তুতি ক্যাম্প আছে।’

এদিকে বিপিএল হয়েছে প্রায় মাস দেড়েক ধরে। লম্বা এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই শারীরিক ধকল সামাল দিতে হয়েছে ক্রিকেটারদের। একইসাথে ফরম্যাটেও আসছে বদল। টি-টোয়েন্টি থেকে এখন খেলতে হবে ওয়ানডে। ফলে এই নিয়েও আছে ভাবনা।

তবে সিমন্সের ধারণা, এসবের কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘আমাদের দু’ দিন অনুশীলন হয়েছে। বিপিএল নিয়ে কোনো কথা আলাপ হয়নি। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না বিপিএল তাদের কোনো প্রভাব ফেলবে।’


আরো সংবাদ



premium cement