রোহিত শর্মার শতকে বিধ্বস্ত ইংল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০
সামনে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফি। অথচ রানে নেই অধিনায়ক রোহিত শর্মা। ফলে খানিকটা দুশ্চিন্তা ছিলো ভারতবাসীর মনে। তবে গতরাতে সেই সব উড়িয়ে দেন রোহিত। দুর্দান্ত এক শতকে বিধ্বস্ত করেছেন ইংল্যান্ডকে।
রোববার (২ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাটাকেতে ইংলিশদের পাত্তাই দেয়নি ভারত। জয় তুলে নেয় ৪ উইকেটে। এর আগে প্রথম ওয়ানডেতেও জেতায় ৩ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।
এইদিন টসে জিতে আগে ব্যাট করে ১ বল বাকি থাকতে অলআউট হয় ইংল্যান্ড, স্কোরবোর্ডে জমা কতে ৩০৪ রান। বড় এই লক্ষ্য অবশ্য গায়ে লাগেনি ভারতের, ৪৪.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে নিশ্চিত করে জয়।
লক্ষ্যতাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ইংলিশ বোলারদের তুলোধুনো করে উদ্বোধনী জুটিতেই তারা তোলেন ১৩৬ রান। ৫২ বলে ৬০ রান করে গিল ফিরলে ভাঙে এই জুটি।
আগের ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে না পারা বিরাট কোহলি এদিন ফিরলেও ভালো করতে পারেননি। ফিরতে হয় ৫ রানে। তবে রোহিত শর্মার ব্যাট থামেনি। বিধ্বংসী ব্যাটিংয়ে টানেন দলকে।
তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সাথে ৭০ রানের জুটি গড়ার পথে রোহিত ৩২তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন, তিন অংকে পৌঁছান মাত্র ৭৬ বলে। শেষ পর্যন্ত ২৯.৪ ওভারে এসে রোহিত থামেন ৯০ বলে ১১৯ করে।
ইনিংসে ৭ ছক্কা মেরে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেন রোহিত। ৩৩৮ ছক্কা নিয়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। সবার উপরে থাকা শহীদ আফ্রিদিকে টপকাতে আর ১৪টি ছক্কার প্রয়োজন।
অন্যদিকে ৪৭ বলে ৪৪ রান করে রান আউটে কাটা পড়েন শ্রেয়াস। দ্রুত ফেরেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। দু'জনেই করেন সমান ১০ রান। তবে ভারতকে জিতিয়ে আনেন অক্ষর প্যাটেল, জাদেযার সাথে মিলে নিশ্চিত করেন জয়।
সপ্তম উইকেটে দুজনে যোগ করেন ১৫ বলে ২২ রান। জাদেযা ১১ রান করলেও পাঁচে নামা অক্ষর অপরাজিত থাকেন ৪৩ বলে ৪১ রানে। ৩৩ বল হাতে রেখেই আসে জয়। ইংল্যান্ডের হয়ে হয়ে জোড়া উইকেট নেন জিমি ওভারটন।
এর আগে শুরুটা ভালো হয় ইংল্যান্ডেরও। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করে তারা। দলীয় ৮১ রানে ফিল সল্টকে (২৬) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। শিকার করেন নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে উইকেট।
৩৬ বলে ফিফটি করে ছুটছিলেন ডাকেট। কিন্তু তাকে ৫৬ বলে ৬৫ রানেই আটকে দেন জাদেজা। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন জো রুট। দুটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন হ্যারি ব্রুক ও জস বাটলারের সাথে।
ব্রুক ফেরেন ৫২ বলে ৩১ রান করে। ৩৫ বলে ৩৪ রান করে বাটলার। রুট ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তার ৭২ বলে ৬৯ রানের ইনিংসও থামান জাদেজা। ৪২.৩ ওভারে ২৪৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
এরপরই খেই হারায় সফরকারীরা। ফলে রান আসেনি প্রত্যাশিত। শেষে ৪৫ বলে দলটি তুলতে পারে মাত্র ৫৬ রান। যেখানে লিয়াম লিভিংস্টোনের ৩২ বলে ৪১ ছাড়া নেই বলার মতো স্কোর। ৩ উইকেট নেন জাদেযা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা