০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

বিপিএলে আসা সব বিদেশী ক্রিকেটারের দায়িত্ব নেবে বিসিবি

বিপিএলে আসা সব বিদেশী ক্রিকেটারের দায়িত্ব নেবে বিসিবি - ছবি : সংগৃহীত

ফরচুন বরিশালের টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএল। আসর শেষ হলেও শেষ হয়নি বিতর্কের রেশ। নানা কাণ্ডে এবারের বিপিএল ছিল প্রশ্নবিদ্ধ। ফ্রাঞ্চাইজিদের দায়িত্বহীনতা করেছে কলঙ্কিত।

শুরুতে অনুশীলন বয়কট, এরপর দুর্বার রাজশাহীর বিদেশী ক্রিকেটারদের ম্যাচ বর্জন ছিল আয়োজিত বিষয়। হঠাৎ হোটেল বদল, এমনকি আসর শেষ না হতেই ক্রিকেটারদের হোটেল ছেড়ে দিতেও বলেছে ফ্রাঞ্চাইজিটি।

অভিযোগ আছে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে নিয়েও। জাতীয় দলের সদস্য পারভেজ ইমনের পাওনা টাকা নিয়ে তার করা অশালীন মন্তব্য বিপিএলকে করেছে বিতর্কিত। বিদেশী এক ক্রিকেটারও অভিযোগ করেছেন তার নামে।

এসব নিয়ে যখন টালমাটাল দেশের ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করা দায়; তখন নিজ থেকেই বিদেশী ক্রিকেটারদের সব দায়-দায়িত্ব নিচ্ছে বিসিবি। একাদশ বিপিএল ফাইনালের পর এসব বিষয় তদারকি করার ঘোষণা দিয়েছে তারা।

বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিদেশী খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনাসহ বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে বিসিবি।

একইসাথে সার্বিক লজিস্টিক্যাল সহায়তা দেবে তারা। অর্থাৎ বিপিএল শেষে বিদেশী খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় তত্ত্বাবধান করা হবে।

আর ফ্র্যাঞ্চাইজিদের সাথে আর্থিক প্রটোকল আরো উন্নততর করবে বিসিবি। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে ও আরো নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করা হবে।

এই প্রসঙ্গে একই বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরো শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সাথে যোগাযোগ চালিয়ে যাবে।’


আরো সংবাদ



premium cement
উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ সৈয়দপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেফতারে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইন মন্ত্রণালয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন এখন অনলাইনে বাংলাদেশ নতুন দিনের দিকে তাকিয়ে আছে : আদিলুর রহমান গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান, ইরাক ও মিসরে বিক্ষোভ কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত একসময় যে ঐক্য ছিল, তা ক্ষীণ হয়ে গেছে : নাহিদ ইসলাম আমতলীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৭ সৌদি আরব ও আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনী প্রধান দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

সকল