০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

ম্যাচ সেরা তামিম, আসরের সেরা মেহেদী মিরাজ

- ছবি : সংগৃহীত

সাকিব আল হাসানের রাজত্বে এবার হানা দিলেন মেহেদী মিরাজ। নাম লেখালেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো গ্রেটদের কাতারে। প্রথমবারের মতো জিতলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।

টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে তারা।

বরিশালের চ্যাম্পিয়ন হবার মধ্য দিয়ে পর্দা নামল বিপিএলের এবারের আসরের। শিরোপা নিষ্পত্তির পর খুঁজে নেয়া হয় আসরের সেরা পারফর্মারদের। অসংখ্য তারকার ভিড়ে যাদের চেনা গেছে আলাদা করে, তাদের খুঁজে নেয় বিসিবি।

যেখানে ব্যাটে বলে আলো ছড়িয়ে আসরের ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পেয়েছেন পূর্ব ঘোষিত ১০ লাখ টাকার পুরস্কার। খুলনা টাইগার্স অধিনায়ক ১৪ ইনিংসে ৩৫৫ রানের পাশাপাশি নেন ১৩ উইকেট।

মিরাজের আগে বিপিএলের পূর্ববর্তী ১০ আসরে চারবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন সাকিব আল হাসান। একবার করে জেতেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, আসহার জাইদিও এই পুরস্কার পান একবার করে।

এদিকে, ফাইনালের ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে তামিম ইকবাল জিতেছেন পাঁচ লাখ টাকা। দলকে চ্যাম্পিয়ন করতে তিনি খেলেন ২৯ বলে ৫৪ রানের ইনিংস। তাছাড়া সেরা মুশফিকুর রহিম আসর সেরা ফিল্ডার হিসেবে তিন লাখ টাকা জেতেন।

আসরের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়ে নাইম শেখ (৫১১) রান জেতেন পাঁচ লাখ টাকা। সমান পাঁচ লাখ টাকা জেতেন আসরের সর্বোচ্চ উইকেট (২৫) শিকারী তাসকিন আহমেদও। সেরা উদীয়মান হিসেবে তিন লাখ টাকা পেয়েছেন তানজিদ তামিম।


আরো সংবাদ



premium cement