০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি চিটাগাংয়ের

ফাইনালে ফরচুনের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জিং পুঁজি চিটাগাংয়ের - ছবি : নয়া দিগন্ত

শিরোপা জয়ের লক্ষ্যে বড় পুঁজি গড়েছে চিটাগাং কিংস। ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাট করে তুলেছে ৩ উইকেটে ১৯৪ রান। ফিফটি তুলে নিয়েছেন দু’ ওপেনার পারভেজ ইমন ও খাজা নাফে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে চিটাগাংকে আগে ব্যাট করতে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

প্রথমদিকে খানিকটা রয়েসয়ে খেললেও এরপর আক্রমণ শুরু করেন পারভেজ ইমন ও খাজা নাফে। তানভীর ইসলামের করা চতুর্থ ওভার থেকেই নেন ১৮ রান। ৬ ওভার শেষে বিনা উইকেটে আসে ৫৭ রান।

চিটাগাং তিন অঙ্কে পৌঁছায় ১১ ওভারে। তার আগেই অবশ্য ফিফটি তুলে নেন পারভেজ ইমন। মাত্র ৩০ বলে স্পর্শ করেন ৫০। যা আসরে তার দ্বিতীয় ফিফটি। অন্যদিকে শুরুটা রয়েসয়ে হলেও এরপর ঝড় তুলেন নাফে।

নাফে ফিফটি করেন ৩৭ বলে। ফিফটি তুলে আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি। তবে আরো বিধ্বংসী হয়ে উঠার আগে তাকে থামান ইবাদত। ১২.৪ ওভারে ৪৪ বলে ৬৬ করে আউট হোন নাফে। ভাঙে ১২১ রানের উদ্বোধনী জুটি।

তবে এরপর গ্রাহাম ক্লার্ককে সাথে পান পারভেজ ইমন। ক্লার্ক নাফের অভাব পুষিয়ে দেন বেশ ভালোভাবেই। জমে ওঠে এই জুটিও। ১৯.২ ওভারে জুটি ভাঙার আগে ৪০ বলে আসে ৭০ রান। রান আউট হয়ে ক্লার্ক ফেরেন ২৩ বলে ৪৪ করে।

তবে এই জুটিতে রানের গতি কমে আসে ইমনের। ১৭ বলে করেন ২৬। যা চাপে ফেলে দেয় চিটাগাংকে। আর শেষ ওভারে দারুণ বল করেন মোহাম্মদ আলি। মাত্র ৬ রান আসে শেষ ৬ বলে। ইমন ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন।


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা মার্কিন নিষেধাজ্ঞা আইসিসি’র স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে : ইইউ দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি পাঁচ বছরের মধ্যে প্রথমবার সুদের হার কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক মৌলভীবাজারের ৪ সংসদীয় আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ আবারো শিরোপায় চুমু আঁকল বরিশাল ভালো কথাটা সবার আগে বলা উচিৎ, ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করা হচ্ছে : ডা. শফিকুর রহমান চুয়েটের হল থেকে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার, ৩ জনকে শোকজ

সকল