পাওয়ার প্লে কাজে লাগিয়ে ছুটছে চিটাগাং
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮, আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690596_121.jpg)
পাওয়ার প্লে বেশ ভালোই কাজে লাগিয়েছে চিটাগাং। সঠিক সময়ে আরো একবার জ্বলে উঠেছেন পারভেজ ইমন। দারুণ ব্যাট করছেন তিনি। যোগ্য সঙ্গ দিচ্ছেন খাজা নাফে।
বিপিএলের একাদশ আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে চিটাগাংকে আগে ব্যাট করতে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
প্রথমদিকে খানিকটা রয়েসয়ে খেললেও এরপর আক্রমণ শুরু করেন পারভেজ ইমন। তানভীর ইসলামের করা চতুর্থ ওভার থেকেই নেন ১৮ রান। রান আসে পরের ২ ওভারেও।
সব মিলিয়ে ৬ ওভার শেষে বিনা উইকেটে ৫৭ রান তুলেছে চিটাগাং। খাজা নাফে ২১ বলে ২২ ও পারভেজ ইমন ব্যাট করছেন ১৫ বলে ৩২ রানে আছেন। এখনো উইকেটের দেখা পায়নি বরিশাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা