০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

বরিশালের টানা দুই, নাকি বিপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, এবার তারা দাঁড়িয়ে টানা দ্বিতীয় শিরোপার দোরগোড়ায়। তবে হিসেব গড়মিল করতে প্রস্তুত চিটাগং কিংস। খরা কাটিয়ে শিরোপায় চুমু আঁকতে চায় প্রথমবার। হতে চায় বিপিএলের নতুন চ্যাম্পিয়ন।

দেখতে দেখতে যেন নিমিষেই শেষ হয়ে গেল বিপিএল। চোখের পলকেই যেন ফুরিয়ে গেল এই মহাযজ্ঞ। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আজ শুক্রবার পর্দা নামছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। ফলে প্রতিদ্বন্দ্বিতা ভুলে ফের বেজে উঠবে ঐক্যের সুর।

মিরপুরে মহারণ আজ। অনুষ্ঠিত হবে বিপিএলের গ্রান্ড ফাইনাল। মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। সন্ধ্যা ৬টায় শুরু হবে দু’দলের লড়াই। যা শুধু শিরোপার লড়াই নয়, বরিশালের জন্য মিশন আধিপত্য ধরে রাখার। চিটাগংয়ের লক্ষ্য ক্ষমতা দখলের।

বরিশালের জন্য শিরোপা নতুন কিছু নয়। গত আসরে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় তারা। এবারো শুরু থেকেই তারা প্রস্তুত ছিল, শক্তিশালী দল নিয়েই বিপিএলে আসে। সব বাধা পেরিয়ে এখন তো উঠে এসেছে ফাইনালেই।

এবার শুরু থেকেই ফেবারিট বরিশাল। লিগ পর্বে ১২ ম্যাচের আটটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। এরপর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

সেই চিটাগং কিংসের বিপক্ষেই আজ শিরোপা ধরে রাখার শেষ পরীক্ষা বর্তমান চ্যাম্পিয়নদের। যেখানে চিটাগং চাইবে প্রতিশোধ নিতে। তারকায় ঠাঁসা বরিশালের লঞ্চে ডুবাতে চায় তারা।

অন্যদিকে প্রথমবার শিরোপায় চুমু আঁকার অপেক্ষায় চিটাগংবাসী। এর আগে ফাইনাল খেললেও এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। তবে সেই আরাধ্য স্বপ্ন পূরণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েই ফাইনালে উঠে এসেছে দলটি।

খেলাটা যখন ক্রিকেট, কাগজ-কলমের হিসাবের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মাঠের পারফরম্যান্স। একটা নির্দিষ্ট দিনে ব্যাটে-বলে সাফল্য-ব্যর্থতার হারই ঠিক করে কে জিতবে ম্যাচটা। তামিম ইকবালও বৃহস্পতিবার সেই বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলাপকালে দলের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আপনার দলে দুনিয়ার সেরা খেলোয়াড় থাকতে পারে; কিন্তু নির্দিষ্ট দিনে কে সামর্থ্যটা ভালোভাবে কাজে লাগিয়েছে, সেটাই আসল।’

অন্যদিকে দলে বড় মুখ আর নামকরা তারকা ক্রিক্রটার না থাকলেও নিজের দলকেও খুব একটা পিছিয়ে রাখতে রাজি নন চিটাগং কোচ টেইট। তিনি বলেন, ‘আমি মনে করি, সেরা দু’দলের মধ্যেই খেলা হবে। এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ফাইনাল ম্যাচে আমরা চ্যালেঞ্জ প্রত্যাশা করছি। বরিশাল খুবই ভালো দল। তাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। আমি মনোযোগটা আমাদের মধ্যেই রাখতে চাই।’


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা রংপুরে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার প্রকৃতি সংরক্ষণের জায়গা হবে বোটানিক্যাল গার্ডেন : পরিবেশ উপদেষ্টা হাতিয়ায় ছাত্র-জনতা পোড়াল সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি নীলফামারীতে ভুট্টাখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা : সাবেক কাউন্সিলর গ্রেফতার ডিবি কার্যালয়ে শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তর নিখোঁজ ‘ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা গত ১৫ বছর একসাথে চা খেতে পারিনি’ রেলের ২ স্টেশনের নাম পরিবর্তন ববিতে প্রো-ভিসির নোটিশ নোটিশ আমলে না নেয়ার আহ্বান ভিসির

সকল