০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

তামিমকে আজ বিদায় জানাবে বিসিবি

তামিম ইকবাল - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগে থেকেই বহুদূরে তামিম ইকবাল। সম্প্রতি জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তাই দেশের ক্রিকেটের এই মহা তারকাকে বিদায়ী সংবর্ধনা দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাসখানেক আগে। তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে যাননি তিনি। খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

বিপিএলে তামিমের দল উঠেছে ফাইনালে। আজ শুক্রবার সন্ধ্যায় মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দেয়ার কথা ভাবছে বিসিবি।

এদিন বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে বিশেষ স্মারক তুলে দেয়া হবে, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।

গত ১০ জানুয়ারি নানা নাটকীয়তার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান নিশ্চিত করেন তিনি।


আরো সংবাদ



premium cement