বিপিএলের প্রাইজমানি বাড়ালো বিসিবি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩
ফ্রাঞ্চাইজিদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাপক হারে বাড়ানো হয়েছে আসরের প্রাইজমানি। বড় অংক ঢুকছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পকেটে। মোটা অংকের পুরস্কার পাবেন ক্রিকেটাররাও।
বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকার প্রাইজমানি। তবে এবারের আসরে তা আরেকটু বাড়ছে। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা।
প্রাইজমানি বেড়েছে রানার্সআপ দলেরও। দেড় কোটি করা হবে দ্বিতীয় সেরাদের। এর আগে রানার্স আপ দল ১ কোটি টাকা প্রাইজমানি হিসেবে পেত।
আজ বৃহস্পতিবার বিসিবি এই সিদ্ধান্ত নেয়।
বিপিএলের আগের আসরগুলোতে সুপার ফোরে ওঠা দল কোনো প্রাইজমানি পেত না। এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে বিসিবি। প্লে-অফ খেলা দলগুলোও পাচ্ছে মোটা অংকের পুরস্কার।
সেক্ষেত্রে সেরা তিনে শেষ করা দল অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল ৬০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আর চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার।
এছাড়া বরাবরের মতো সেরা খেলোয়াড়, সেরা রান সংগ্রাহক, সেরা উইকেটশিকারী পাবেন বড় অংকের প্রাইজমানি। প্রথমবারের মতো প্রাইজমানি থাকছে সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যও।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। সমান ৫ লাখ করে পাবেন সেরা ব্যাটসম্যান, সেরা বোলারও। আর আসরের সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের হাতে উঠবে ৩ লাখ টাকা করে।
উল্লেখ্য, এইদিকে ফ্রাঞ্চাইজিগুলোকে আরো আর্থিকভাবে লাভবান করতে আসরের টিকিট বিক্রির লভ্যাংশ দেয়ার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা