০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

গল টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে

গল টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে - ছবি : সংগৃহীত

দিমুথ করুণারত্নে আগেই ঘোষণা দিয়েছিলেন, গলে তার শততম টেস্টটিই হবে সাদা পোশাকে শেষ ম্যাচ। ফলে ম্যাচটা এমনিতেই বিশেষ হয়ে উঠে, বিশেষত্ব আরো বেড়ে যায় করুণারত্নেকে ঘিরে ছোট ছোট আয়োজনে।

তবে বিশেষ এই টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারেনি শ্রীলঙ্কা। নাথান লায়নের ঘূর্ণি আর মিচেল স্টার্কের তোপে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তুলেছে লঙ্কানরা।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই পাথুম নিশানকার (১১) উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর নিজের শততম ও একই সাথে বিদায়ী টেস্ট খেলতে নামা দিমুথ করুণারত্নেকে নিয়ে হাল ধরেন দিনেশ চান্দিমাল।

১ উইকেটে ৮৭ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই করুণারত্নে লায়নের বলে বোল্ড হলে ভাঙে ৭০ রানের জুটি। ৮৩ বলে ৩৬ করেন থামেন তিনি।

এরপর চান্দিমাল একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। দলের সবচেয়ে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ২৬ বল খেলে করেন মাত্র ১ রান। কামিন্দু মেন্ডিস ১৩ রান করলেও গোল্ডেন ডাক মারেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

ব্যক্তিগত ৭৪ ও দলীয় ১৫০ রানের মাথায় চান্দিমালও আউট হয়ে গেলে বিপদ বাড়ে শ্রীলঙ্কার। তবে সপ্তম উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও রমেশ মেন্ডিস মিলে দুই শ’ পার করান শ্রীলঙ্কাকে। জুটিতে আসে ৬৫ রান।

কিন্তু এরপর পড়ন্ত বিকেলে স্টার্কের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। লোয়ার অর্ডারের শেষ তিন ব্যাটসম্যানের দু’জন প্রবাত জয়াসুরিয়া ও নিশান পেইরিস ডাক মারেন। অন্যদিকে লাহিরু কুমারাও খুলতে পারেননি রানের খাতা।

১২ বলে ০ রানে অপরাজিত আছেন তিনি। সাথে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আছেন কুশল মেন্ডিস। ৫৯ রানে ব্যাট করছেন তিনি। ৩টি করে উইকেট নেন স্টার্ক ও লায়ন। ম্যাথু কুনেমান নেন ২ উইকেট।


আরো সংবাদ



premium cement
৩ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি থেকে বাদ গেল শেখ পরিবারের নাম বইমেলায় ৮ ও ১৫ ফেব্রুয়ারি সময় পরিবর্তন হচ্ছে, থাকছে না শিশুপ্রহর রাখাইন স্টেট : ঘুমধুমে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার ফ্যাসিবাদ উৎখাত করেছে ছাত্ররা আর তাদের সাহস জুগিয়েছেন শিক্ষকরা মশিউর রহমানের নতুন বই ‘টেকসই সমৃদ্ধিতে আল-কুরআনের দর্শন’ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করতে পারেন : তৌহিদ আ’লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা আগামী বছর থেকে : মুহাম্মদ আবদুল্লাহ শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক ছাত্রদের যৌক্তিক অযৌক্তিক দাবি-দাওয়া মার্কিন নিষেধাজ্ঞা বনাম ইরানের অগ্রযাত্রা

সকল