০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

চ্যাম্পিয়নস ট্রফির আগে বিপদে অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস ট্রফির আগে বিপদে অস্ট্রেলিয়া - ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় বিপদে অস্ট্রেলিয়া। একের পর এক ধাক্কায় বেসামাল তারা। পূর্বঘোষিত দলের চারজনই যাচ্ছেন না পাকিস্তানে। যাওয়া হচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সেরও। সব মিলিয়ে ভীষণ চাপে অজিরা।

প্যাট কামিন্সের ছিটকে যাবার গুঞ্জন অবশ্য আগেই ছিল। দল ঘোষণার আগেই তার থাকা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শেষ পর্যন্ত চোট সামলে উঠতে না পারায় তাকে রেখেই করতে হবে নতুন পরিকল্পনা।

বাদ গেলেন জশ হ্যাজলউডও। কামিন্সের মতো তিনিও চোট পেয়েছিলেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। নিতম্বে অস্বস্তির পাশাপাশি ও পায়ের পেশিতেও টান ধরেছিল তার। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার মতো অবস্থায় নেই তিনিও।

এর আগে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান মিচেল মার্শ। পিঠের চোটের কারণে বৈশ্বিক এই আসর থেকে সরে দাঁড়ান তিনি। চোট থেকে সেরে উঠতে এই তিনজনের আরো সময় লাগবে বলে জানিয়েছে সিএ।

তবে এই তিনজনের ছিটকে যাওয়া একেবারে হঠাৎ না হলেও চমকে দিয়েছেন মার্কোস স্টয়নিস। চোট নয়, হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন স্টয়নিস। আজই (বৃহস্পতিবার) আচমকা ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

স্টয়নিস না থাকা চাপ বাড়িয়ে দিয়েছে জর্জ বেইলির নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের। চ্যাম্পিয়নস ট্রফি তো বটেই, চলমান শ্রীলঙ্কা সিরিজের জন্যও নির্বাচকদের চারজন পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করতে হবে।

কামিন্স, মার্শ ও হ্যাজলউডের জায়গায় স্পেনসার জনসন, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও শন অ্যাবট দলে ঢুকতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে স্টয়নিসের জায়গায় কে আসবেন, তা জানা যাবে দল ঘোষণার পরই।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। লাহোরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।


আরো সংবাদ



premium cement
রিপোর্টে নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গই উঠে এসেছে মৌসুম শেষ মার্টিনেজের নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৯ পরিচালক বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সহজ জয়ে সিরিজে এগিয়ে ভারত বিশ্ব গণমাধ্যম ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে যা বলছে জামালপুরে মির্জা আজম ও শাওনের বাবার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ প্রশাসনে অতি উৎসাহীদের বিদায় করা হবে : সিনিয়র সচিব ‘দেশের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেছে ছাত্রশিবির’ রিপোর্টে নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গই উঠে এসেছে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি : শহিদুল ইসলাম বাবুল আইসিটি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন

সকল