ফাইনালে উঠার লড়াইয়ে টসে হেরে ব্যাট করছে খুলনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690097_139.jpg)
ফাইনালে উঠার সহজ সুযোগ আগেই হাতছাড়া করেছে চট্টগ্রাম। তবে লিগ পর্বের সফলতা আরো একটা সুযোগ দিচ্ছে তাদের। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে যেতে পারবে স্বপ্নের ফাইনালে।
অবশ্য এই জন্য তাদের টপকাতে হবে খুলনা টাইগার্স বাধা। অন্যদিকে খুলনাও চাইবে না ফাইনালে উঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে। শিরোপা লোভ কার না থাকে।
ফাইনালে উঠার এমন লড়াইয়ে আজ বুধবার মিরপুরে মাঠে নেমেছে তারা। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিথুন।
এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে চিটাগং। চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না পাকিস্তানি হার্ড হিটার হায়দার আলীর। তার পরিবর্তে হোসেন তালাতকে নিয়ে একাদশে সাজিয়েছে চিটাগং। অন্যদিকে অপরিবর্তিত একাদশে নিয়ে খেলেছে খুলনা।
খুলনা টাইগার্স একাদশ : মেহেদী মিরাজ, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুশফিক হাসান, শিমরন হেটমেয়ার, মোহাম্মদ নেওয়াজ, জেসন হোল্ডার ও অ্যালেক্স রস।
চিটাগং কিংস একাদশ : মোহাম্মদ মিথুন, খাজা নাফে, পারভেজ ইমন, শামিম পাটোয়ারী, গ্রাহাম ক্লার্ক, হোসেন তালাত, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আরফাত সানি ও বিনুরা ফার্নান্দো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা