গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭
গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে সারা দুনিয়া যখন কথা বলছে, সমালোচনা করছে ইহুদি বর্বরতার; তখন গাজাবাসীর হয়ে কথা বলে চাকরি হারান অস্ট্রেলিয়ার এক ক্রীড়া সাংবাদিক। যা মোটেও মেনে নিতে পারছেন উসমান খাজা।
অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা সফরে এসইএন রেডিওতে ধারাভাষ্যের দায়িত্ব পান দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার সাবেক প্রধান ক্রিকেট সাংবাদিক পিটার লালর। তবে হঠাৎ এসইএন কর্তৃপক্ষ তাকে ধারাভাষ্য থেকে অব্যাহতি দেয়।
যার কারণ হিসেবে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের গাজা আক্রমণ নিয়ে একটি পোস্ট রিটুইট করা। তার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ আনা হয়।
যা মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার উসমান খাজা। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সবসময়ই সোচ্চার অজি ওপেনার স্পষ্টই বলেছেন, লালরের সাথে অন্যায় করা হয়েছে। সেই সাথে ফিলিস্তিনের জনগণের পক্ষ নেয়ায় ললারকে ধন্যবাদ জানিয়েছেন খাজা।
এক ইন্সটাগ্রাম পোস্টে অজি রেডিওটির কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে খাজা বলেন, এটা স্রেফ ইসরাইলি দখলদারিত্ব এবং দমন-নিপিড়নের বিরুদ্ধে বলা কথা। এখানে ইহুদি-বিদ্বেষ নেই।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গাজার জনগণের পক্ষে দাঁড়ানো ইহুদি-বিরোধী নয়। অস্ট্রেলিয়ার আমার ইহুদি ভাই ও বোনদের সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে এটা ইসরাইল সরকার এবং তাদের শোচনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল।’
তিনি বলেন, ‘এর সাথে ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয় জড়িত। দুর্ভাগ্যবশত ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সবসময় বিদ্যমান থাকবে। পিট একটি ভালো মনের ভালো লোক। তার আরো ভালো কিছু প্রাপ্য।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা