০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শেষ মুহূর্তে ইংল্যান্ড সিরিজের দলে বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী - ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে শুরুতে ছিলেন বরুণ চক্রবর্তী। তবে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে শেষমেশ ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তার দলে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ৭.৬৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন বরুণ। প্রতি ম্যাচেই বল হাতে ছিলেন অনবদ্য। আর তাই সিরিজ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেললেও ওয়ানডে ফরম্যাটে মাঠে নামা হয়নি তার। লিস্ট 'এ' ক্রিকেটে ২৩ ম্যাচ খেলেছেন বরুণ। তবে চলতি মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন বরুণ।

ইংল্যান্ড সিরিজে অবশ্য কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনাররা আছেন ভারতের স্কোয়াডে। সেক্ষেত্রে বরুণের জায়গা নাও হতে পারে মূল দলে। তবে দলের সাথে নাগপুরের ক্যাম্পে আছেন এই স্পিনার।

আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৯ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি তৃতীয় এবং শেষ ওয়ানডে।

ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্তী।


আরো সংবাদ



premium cement