০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

তরুণদের সম্পৃক্ততা জোরদারে বাংলাদেশ সফরে ডাচ রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নেদারল্যান্ডসের যুব, শিক্ষা ও কর্ম বিষয়ক রাষ্ট্রদূত জুরিয়ান মিডেলহফ - ছবি : সংগৃহীত

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তাদের শক্তিশালী করার উপায় অনুসন্ধানে বর্তমানে বাংলাদেশ সফর করছেন নেদারল্যান্ডসের যুব, শিক্ষা ও কর্ম বিষয়ক রাষ্ট্রদূত জুরিয়ান মিডেলহফ।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, ‘তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নেদারল্যান্ডস কিভাবে অবদান রাখছে তা তুলে ধরার জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফর করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে মিডেলহফ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন।

আলোচনায় তিনি নেদারল্যান্ডসের 'ইয়ুথ অ্যাট হার্ট' কৌশল এবং বাংলাদেশে উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

মিডেলহফ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথেও সাক্ষাত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুড়ে দেখার সময় তিনি ছাত্রদের সাথেও কথা বলেন। দেয়ালের গ্রাফিতির আকর্ষণীয় গল্পগুলো সম্পর্কে জানার চেষ্টাও করেন তিনি। গ্রাফিতিগুলো গত জুলাইয়ের ছাত্র বিক্ষোভের স্মৃতিগুলোকে তুলে ধরে।

তিনি দৃক গ্যালারির ‘এ জার্নি থ্রু জুলাই’ শীর্ষক প্রদর্শনীও পরিদর্শন করেন। সেখানে তিনি গণমাধ্যম, সাংবাদিকতা এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাদের প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

ডাচ রাষ্ট্রদূত অংশীজনদের আয়োজনে একটি নৈশভোজেও অংশ নেন। তরুণদের যথাযথ চাকরির সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো দূর করা, শিক্ষা এবং শ্রম বাজারের মধ্যে বৈষম্য দূর করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নীতি নির্ধারণে যুবকদের জড়িত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

দূতাবাস জানিয়েছে, তরুণদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে ঢাকাস্থ ডাচ দূতাবাস যুব উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ কারণে নেদারল্যান্ডসের তরুণদের জন্য বিশেষ দূত এবং তাদের উন্নয়ন নীতিতে ‘ইয়ুথ অ্যাট হার্ট’ কৌশল রয়েছে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৮ চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে : লায়ন ফারুক মৌলভীবাজারে যুবলীগ নেতা আটক যুক্তরাষ্ট্রের শুল্কের সাথে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক কুয়েটের সনদ বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সাজা মাধবদীতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন জনগণই তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা খুব শিগগির ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার মেডিক্যালে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত জানুয়ারিতে ৪৪৩ কোটি ডলারের পণ্য রফতানি

সকল