০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

অভিষেকের বিধ্বংসী শতক, ভারতের রেকর্ড জয়

অভিষেকের বিধ্বংসী শতক, ভারতের রেকর্ড জয় - ছবি : সংগৃহীত

সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। শেষ ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতার। তবে এমন ম্যাচেও ছাড় পায়নি ইংল্যান্ড, ব্যাটে-বলে তাদের বিধ্বস্ত করেছে স্বাগতিকেরা। উপহার দিয়েছে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোববার রাতে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। যেখানে ১৫০ রানের বিশাল জয় পায় স্বাগতিকেরা। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো তারা।

আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২৪৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে মাত্র ১০.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় থ্রি লায়ন্সরা।

সঞ্জু স্যামসনের ছক্কা দিয়ে ইনিংস শুরু করে ভারত। ওভারের শেষ ২ বলে সেই স্যামসন ছক্কা-চারে নিলেন আরো ১০ রান। ১৬ রানের প্রথম ওভার। দ্বিতীয় ওভারে তার বিদায়ের পর দায়িত্বটা নিজের কাঁধে তুলে অভিষেক শর্মা।

১৮তম ওভারে যখন ফেরেন, ততক্ষণে ৫৪ বলেই ১৩৫ রান করে ফেলেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের পাশাপাশি সর্বোচ্চ ছক্কারও রেকর্ড গড়েছেন। মেরেছেন ১৩টি ছক্কা।

অভিষেক একটা সময়ে ছিলেন ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির পথে। ৩২ বলে ৯৪ রান করে ফেলেন তিনি। তবে শেষ ৬ রান নিতে ৫ বল লাগায় তা আর হয়নি। অক্ষত থেকে যায় রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড।

বাকি ব্যাটারদের মাঝে তিলক ভার্মা ১৫ বলে ২৪, শিভাম দুবে ১৩ বলে ৩০ ও অক্ষর প্যাটেল করেন ১১ বলে ১৫ রান। ব্রেন্ডন কার্স ৩ ও মার্ক উড নেন ২ উইকেট।

জবাবে রানের চাপেই যেন খেই হারিয়ে বসেন ইংল্যান্ডের ব্যাটাররা। ভারতের বোলারদের তোপের মুখে ১০০ রানও করতে পারেনি তারা। এক ফিল সল্ট ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। ২৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

বাকিদের মাঝে দুই অঙ্কের ঘরে পা রেখেছেন কেবল জ্যাকব বেথেল (১০)। ফলে শেষ পর্যন্ত ১০.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। তাতে ৫৭ বল হাতে রেখে ১৫০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত।


আরো সংবাদ



premium cement
কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২ অটোরিকশা চালক হত্যা : সালমান-আনিসুলসহ ৭ জন রিমান্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবলে রাজশাহীর মালিক সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার রাসেল-টিম ডেভিডদের নিয়ে মাঠে রংপুর, খুলনায় আছেন হোল্ডার হেটমায়ার উল্লাপাড়ায় ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আলী গ্রেফতার বান্দরবান সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেল বাংলাদেশীর পা জবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টা : সোলায়মান-রঞ্জন ২ দিনের রিমান্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সাথে সম্পর্ক নয় : আলজেরিয়া রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গড়তে হবে : জামায়াত আমির পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬

সকল