০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান, হতে চান কোচ

হান্নান সরকার - ছবি - ইন্টারনেট

জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছেন হান্নান সরকার। সহকারী নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। চুক্তির মেয়াদ আরো বছরখানেক থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) না বলে দিয়েছেন হান্নান। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্য তার।

গত বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে দায়িত্ব পান হান্নান। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সাথে চুক্তি ছিল তার। তবে চুক্তির মাঝামাঝি সময়ে এসে সরে দাঁড়ালেন তিনি।

এই প্রসঙ্গে বিসিবির একটি সূত্র জানায়, এক মাসের নোটিশে পদত্যাগপত্র দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে হান্নান সরকার নিজেও বিসিবির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত আছি আরকি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সাথে কথাবার্তা চলছে, এখন দেখা যাক।’

বেতন নিয়ে বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় হান্নান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এক লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেলেও প্রথম থেকেই এই বেতন আকর্ষণীয় মনে হয়নি তার কাছে।

এ নিয়ে একটি গণমাধ্যমকে হান্নান জানান, ‘আমি বিশ্বাস করি, নির্বাচকের পদটি খুবই সম্মানজনক। কিন্তু বাস্তবতা হলো, আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো না। প্রথমত বেতন কম, দ্বিতীয়ত চুক্তিভিত্তিক নিয়োগ। এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল।’

‘দুই বা তিন মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকত। এখন দিন এনে দিন খাওয়ার মতো। এর চেয়ে কোচিং করালে ভবিষ্যৎ আছে। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক।’

তবে নতুন ভূমিকায় আবার জাতীয় দলে ফেরার ইচ্ছে আছে হান্নানের। ফিরতে চান কোচ হয়ে। বলেন, ‘ভালো কাজ করলে আমরাও এক দিন জাতীয় দলে কাজ করার সুযোগ পেতে পারি। বিসিবিতে সম্মানজনক বেতন পেলে কোচ হিসেবে থাকতে চাই।’

উল্লেখ্য, জাতীয় দলে অল্প সময় হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হান্নান সরকারের সবমিলিয়ে আট বছর আট মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যার যাত্রা শুরু। নির্বাচক ছিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলেরও।


আরো সংবাদ



premium cement
পাঠ্যপুস্তক পুনর্লিখন : প্রকৃত সত্য তুলে আনতে হবে চাঁদপুরে সমবায় কর্মকর্তাকে লাঞ্ছিতকারী আ’লীগ নেতা জহির গ্রেফতার অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ ভাতা দেয়ার চিন্তায় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ও টাকার খেলা রংপুরে ২৪ ঘণ্টায় আ’লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের ৩৫ জন গ্রেফতার ১৭ বছর পর বাড়ি ফিরলেন জুয়েল মিয়া! বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় জ্বালানি নির্ভরতা বাড়ানো নবাগত শিক্ষার্থীদের নিয়ে বাকৃবিতে ‘মিট উইথ শিবির’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথকে আটকানো মানুষ গ্রহণ করবে না : রিজভী সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যে আহ্বান হিউমান রাইটস ওয়াচের

সকল