ইংল্যান্ডের ক্লাব এসেক্সে ডাক পেলেন শরিফুল
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭
শরিফুল ইসলাম যেন হঠাৎই একটু আড়ালে চলে গেছেন। কিছু দিন আগেও জাতীয় দলের নিয়মিত মুখ থাকলেও এখন খানিকটা পিছিয়ে গেছেন। জায়গা হয়নি তার চ্যাম্পিয়নস ট্রফির দলেও। তবে এর মাঝেও সুসংবাদ পেলেন তিনি।
শরিফুল ইসলামের ডাক এসেছে ইংল্যান্ড থেকে। আগামী মে থেকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে এই বাঁ-হাতি পেসারকে।
তাকে দলে পেতে আগ্রহী ইংলিশ ক্লাব এসেক্স। ইতোমধ্যে শুরু হয়েছে দু’ পক্ষের মাঝে আলোচনা। তবে তার খেলা নির্ভর করবে বিসিবির অনাপত্তি পত্র পাওয়ার ওপর। কেননা সেই সময়ে রয়েছে জাতীয় দলের ব্যস্ত সূচি।
চলতি বছর ২৯ মে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর। সেই সময় একাধিক আন্তর্জাতিক সিরিজ রয়েছে বাংলাদেশের। তবে এর মাঝেই কিছু সময়ের জন্য এসেক্সের জার্সি গায়ে চাপাতে পারেন শরিফুল।
যদি শরিফুল সুযোগ পান, তবে মাত্র চতুর্থ বাংলাদেশী হিসেবে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে খেলার কীর্তি গড়বেন তিনি। তার আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান কেবল এই সুযোগ পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা